আমাদের কথা খুঁজে নিন

   

হ্যান্ডস–অন রিভিউঃ Walton Primo GH2


Walton Primo GH2 ... ৯২৯০ টাকায় কোয়াড কোর, ১জিবি র‍্যাম। দারুন না!! সেটটা কেনার জন্য আমার বন্ধু নাভীদ বসে আছে এক মাস ধরে। অবশেষে আজ বিকেলে কিনে ফেললাম মিরপুর ১০ শাহআলী থেকে। এই দামের মধ্যে এমন অলরাউন্ড সেট এই প্রথম, walton কে ধন্যবাদ এমন একটি সেটের জন্য। আর কথা না বাড়িয়ে এবার চলুন দেখা সেটটা কেমন।


আগে দর্শনধারী, পরে গুণবিচারীঃ
সেটটা দেখতে অনেক সুন্দর। আমি শুধু কালোটাই দেখেছি। ব্যাকটা ম্যাটি, কার্ভড চারকোনা, সামনেটা সাধারন । ৪.৫ ইঞ্চি স্ক্রিন হওয়ায় সাইজটাও পারফেক্ট , হাতে সুন্দরভাবে এঁটে যায়।




4.5 inch screen এর কোয়ালিটি IPS না হলেও ভাল, শুধু উপর দিক থেকে ভিউটা একটু খারাপ।


Specification:
সেটের specification এর কপি পেস্টে না গিয়ে লিঙ্কটা দিয়ে দি, যার ইচ্ছা হয় গিয়ে দেখে আসেন...
http://www.waltonbd.com/index.php?route=product/product&product_id=781
তবে আমি আপনাদেরকে দিচ্ছি cpu-z এর Screenshot:




বোর্ড দেখে মনে হচ্ছে এটা Gionee brand er Re-brand.
মোট ৫টা সেন্সর আছে, orientation, compass সহ
ক্যামেরাঃ
এর 5mp ক্যামেরা কোয়ালিটি ভালো। ক্যামেরা এপটাও জটিল। ফ্লাশটাও ভাল।   Hdr, Best shot এমন আরও অনেক এডভান্সড অপশন আছে এতে। ফ্রন্টক্যামটাও ভাল 2mp, কম আলোতে ভিডিওকল করতে পারবেন।

ব্যাক ক্যামের jpg সাইজ 2-3 mb এর মত হয়।
আমি দিনের ছবি তুলতে পারিনি, রাতের ইনডোর ছবির স্যম্পল দিচ্ছি...
ফ্ল্যাশ ছাড়া ব্যাক ক্যাম
ফ্রন্ট ক্যাম
ফ্ল্যাশ ম্যাক্রো ব্যাক ক্যাম
সফটওয়্যারঃ
রমটা অনেক কাস্টমাইজ করা । আমার কাছে চমৎকার লেগেছে। থিম চেঞ্জার, ব্যাটারি সেভার, এপ ম্যানেজার এগুলো বিল্ট ইন আছে। গ্যালারিতে মিউজিক প্লেয়ারে আছে নতুনত্ত।

ব্যাটারী সেভারটা আমার কাছে ভালো লেগেছে, বিল্ট ইন এপ হওয়ায় রুট ছারাই এটি প্রচেসর power efficient mode এ চালাতে পারে। থিম চেঞ্জ করলে lock screen, icon সব চেঞ্জ হয়। প্য সবি অনেক স্মুদ।



ব্যাটারীঃ
১৮০০ মি এম্প ব্যাটারী একটু কম হয়ে গেছে বলা যায়। এখনও এ ব্যাপারে কিছু বলতে পাচ্ছি না কারন কালকেই কিনলাম।

তবে প্রতিদিন চার্জ দিতে হবে এটা ধারনা করা যায়।
পারফরমেন্সঃ
আনতুতু বেঞ্চমার্ক - 17591, এতে mali 400mp gpu আছে. কোয়াড কোর ১জিবি র‍্যাম মিলে এটি একটি ভালো গেমিং ডিভাইস। আর যাতে গেম ভাল চল্গে তা যে সবকিছুও স্মুদলি চালাতে পারবে তা তো জানেনই।


পরিশেষঃ সব মিলিয়ে সেটটা এক কথায় দারুন। আমার আরেক বন্ধু আনোয়ার সেট দেখে আফসোস করছে।

কারন কয়েকদিন আগে ও  primo gh সেটটা কিনেছে ১০০০০ টাকায়। সব  Walton এর দুষ, কয়েকদিন পর পর নতুন সেট বের করে।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ৮২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।