কেমন আছেন সকলে আশা করি অনেক ভাল। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু থিম শেয়ার করব হয়তো আপনার কজে আসতে পারে তো দেরি না করে ডাউনলোড করে ব্যাবহার করুন।
অনেকেই জানেন যে উইন্ডোজ ৯ আসছে, হয় তো এই বছরেই আমারা পেতে পারি। তবে আপনি চাইলে এখনেই এর থিম ব্যাবহার করে দেখতে পারেন। তো দেরি কিসের এখনেই ডাউনলোড করে ফেলুন আর মজা করে দেখুন দেখি কেমন লাগে।
অনেক জনপ্রিয় কিট কেট অ্যান্ড্রয়েড ফোন আপস টি চাইলে আপনার উইন্ডোজ ৭ এ ব্যাবহার করে দেখতে পারেন। অনেক সুন্দর ও স্বাচ্ছন্দ্য থিম এটি তো দেরি না করে দেখুন দেখি ভাল লাগে কি না। তো ডাউনলোড করুন নিচে থেকে।
আরেক সুন্দর ও ব্ল্যাক আলিয়েন থিম এটি আশা করি আপনাদের পছন্দ হবে। যারা উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তাদের জন্যই এই থিম।
তো দেরি না করে ডাউনলোড করে ব্যাবহার করুন এখনেই।
আশা করি থিম গুল আপনাদের ভাল লাগবে , ভাল লাগলে আগামি পর্বে আড় বেশি বেশি থিম নিয়ে হাজির হব।
বিদ্রঃ যেকোনো থিম ব্যাবহার আগেই যা যা করনীয়।
আশা করি কোন প্রকার সমস্যা হবে না , হলে আমি তো আছি। ভাল থাকুন আর আমার থিম ও সফটওয়্যার নিয়ে করা ওয়েব সাইট এ আপনাদের স্বাগতম, মন চাইলে ঘুরে আসুন।
আমার সফট সাইট
ভাল ও সুস্ত থাকুন এই কামনায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।