ভালবাসি
দক্ষিণ আফ্রিকার আদিবাসি সম্প্রদায় ভুভুজেলা। তারা দূর পাহাড়ে একে অপরকে ডাকতে এবং ‘লজ্জা নিবারণের পোষাক’ হিসেবে এটার ব্যবহার শুরু করে। ক্রমেই তা জায়গা করে নেই বিশ্বকাপের ফুটবলের আসরে। ব্রাজিল থেকে ছড়িয়ে পড়ে ইংল্যান্ড, জামার্নিতেও। কিন্তু প্রভুভুজেলার তীক্ষ্ন আওয়াজ আর শোনা যাবে না আসন্ন কনফেডারেশন কাপ এবং ২০১৪ বিশ্বকাপে।
নিরাপত্তার খাতিরে ব্রাজিল সরকার নিষিদ্ধ করে দিল দু’ধরনের ভেঁপুকে। দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে ভুভুজেলার কান ফাটানো images.jpgতীক্ষ্ন আওয়াজ ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। যার প্রসার এতটাই ছিল যে, দক্ষিণ আফ্রিকার ভুভুজেলার মতো ব্রাজিল বার করে ‘ক্যাকসিরোলা’। সরকারি কর্তৃপক্ষের দাবি, “সমর্থকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ধরনের ভেঁপু নিয়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। ” মারাকানায় আজ রবিবার ব্রাজিল-ইংল্যান্ড আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ থেকেই ব্রাজিলে ভুভুজেলার নিষেধাজ্ঞা জারি হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।