আমাদের কথা খুঁজে নিন

   

Free তে 50 GB ক্লাউড স্টোরেজ

"আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি" বিনামূল্যে অনলাইনে ডাটা স্টোর করার জন্য নিরাপদ ওয়েবসাইট খুঁজছেন? তাহলে এই পোস্ট আপনারই জন্য। আমরা প্রায় সবাই Dropbox বা Google Drive এ ডাটা স্টোর করে রাখি। কিন্তু Dropbox এ মাত্র 2 GB ও Google Drive এ 5 GB free স্টোরেজ পাওয়া যায় যা আমাদের অনেকেরই চাহিদার তুলনায় খুবই নগণ্য। কিন্তু ADrive এ আপনি বিনামূল্যে 50 GB স্টোরেজ পাবেন। কি ভাই, মুখ হাঁ করে আছেন কেন? আমি সত্যিই বলছি।

50 GB free. প্রথমে www.adrive.com এ যান। ডানপাশে উপরে Sign Up বাটনে ক্লিক করুন। নতুন একটি পেজ ওপেন হবে। এবার বামপাশে Personal Basic (FREE 50 GB) এর রেডিও বাটনে ক্লিক করুন এবার আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ সম্পন্ন করুন । এরপর ইমেইল এর মাধ্যমে verify করতে হবে।

এরপর অ্যাকাউন্টে লগ ইন করে দেখুন, আপনি 50 GB free স্টোরেজ পেয়ে গেছেন এবার মজা লইতে থাকেন। ADrive ছাড়াও আরও অনেক ওয়েবসাইটে ফ্রি স্টোরেজ পাওয়া যায় । নিচে আমি সেগুলোর তালিকা দিচ্ছি। www.dropbox.com 2 GB www.surdoc.com 10 GB skydrive.live.com 7 GB online.mimedia.com 7 GB www.box.com 5 GB www.opendrive.com 5 GB www.sugarsync.com 5 GB www.free-hidrive.com 5 GB www.idrive.com 5 GB এবং www.4shared.com 15 GB সবাই ভালো থাকুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।