আমাদের কথা খুঁজে নিন

   

মা তোমায় ভালোবাসি অনেক ভালোবাসি আমি

আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - কোন কোন সময় ভাবি আমরা সন্তানরা কতটা নির্দয় হয়ে যাই মাঝে মাঝে , মায়ের এত আদর এত স্নেহ ভুলে যাই । আমরা একবারও ভাবি না মায়ের সেই ১০ মাসের অক্লান্ত পরিশ্রমের কথা । আমরা ভুলে যাই মায়ের কোলে মাথা রেখে সেই শান্তির ঘুমের কথা । আমরা ভুলে যাই আমাদের কান্না থেকে মায়ের বোঝে নেয়া আমাদের আকুতির কথা ।

সত্যিই আমরা বড় হয়ে অনেক কিছু ভুলে যাই । যখন মা না বলা কথা গুলো থেকে বোঝে নিত আমাদের চাওয়া পাওয়া গুলো শুধু মায়ের মমতা দিয়ে । আর এখন মায়ের মুখ থেকে ভেসে আশা কথা গুলোও আমরা বুঝতে চাই না । সত্যিই মা আমরা অনেক কিছু পারিনা , মা আমরা তোমার মত হতে পারিনি । মা তোমাকে কিছুই দিয়ে পারিনি শুধু কষ্ট ছাড়া ।

মা গো ক্ষমা করো আমাদের । এই মা দেখ আমি চোখের কোনে অশ্রু নিয়ে বলছি আমায় ক্ষমা করো , করবে না ক্ষমা মা ? এই মা তুমি আর একটা বার বোঝে নাও না আমার না বলা কথা গুলো তবে জানো মা তোমার কোলে মাথা রেখে আমি সারা পৃথিবী ভুলতে পারি কিন্তু তবুও মা তোমার মত হতে পারি না । মা বল না আমি কেমন করে তোমার মত হব ? মা একবার বল আমি তোমায় কেমন করে ভালবাসবো । মা আমি যে এমন নির্দয় হতে চাই না । মা আমি যে তোমায় ভালবাসতে চাই সবার থেকে বেশী অনেক বেশী ।

। আসলে আমরা সবাই ভালোবাসি মা কে , শুধু মুখ ফোটে বলতে পারিনা ভালোবাসি মা । সবাই মাকে শ্রধা করুন সন্মান করুন মায়ের চেয়ে আপন কেউ নেই এই পৃথিবীতে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।