আমাদের কথা খুঁজে নিন

   

তিন দশকের জীবন

অনেকদিন আগে ব্লগটা খুলেছিলাম...অনেক কথা লেখার ছিল...কিন্তু লেখা হয়নি। এখন ভাবছি লিখব...আগেই লেখা উচিত ছিল! এই তিন দশকের জীবন থেকে যদি কিছু শিখে থাকি, তাহলে শিখেছি; শুধুমাত্র নিজের জীবন থেকে শিখলে চলবে না। কথায় আছে না.. “Better be wise by the misfortunes of others than by your own” এটা খুব দরকার মনে রাখা। যদিও কাজে-কর্মে এটা সবসময় হয়ে ওঠেনা। কিছু জিনিস আছে যা অন্যের ভুল থেকে দেখে শেখা যায় না।

কিন্তু যখন ওই একই ভুল জীবনে ঘটে..তখন তার ক্রিয়া-প্রতিক্রিয়া থেকে শিখে নিতে হবে তার সারমর্ম। ভুল করলাম আর ভুলে গেলাম, এমন যেমন ঠিকনা.. আবার ভুল করে সেটা নিয়েই সারাজীবন চিন্তায় ব্যয় করলাম তাও কাম্য না। মনে রাখতে হবে শিক্ষাটা। ৭০ বা ৮০ বছরে ক’টা ঘটনা ঘটে আমাদের জীবনে? সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়াতো অসম্ভব. আর তাই কেবল নিজের ও আশেপাশের লোকের জীবন দেখাই যথেষ্টনা। তাহলে উপায়? সবচে’ ভালো উপায় হচ্ছে বইপড়া।

এটা যে কত ভাবে কাজ করে..বলে শেষ হয়না। আর যারা বইয়ের ধার ধারেন না.. তাদের জন্য আছে নাটক, চলচ্চিত্র ইত্যাদি। আর মাধ্যম যাইহোক- পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে। আর পর্যবেক্ষণের সাথে যদি উপলদ্ধি না হয়, তো বোঝাপড়াটা হবে কিসে? তাইপর্যবেক্ষণ, উপলদ্ধি আর বোঝাপড়াটা সমান তালে চালিয়ে যেতেহবে। আমি ভালোমানুষ, আমার কোনো ঘাটতি নেই, এটা কখনই ভাবিনা।

আর ভাবিনা দেখেই শিখছি..বলছি শেখার কথা। মানুষ হয়ে জন্মেছি, কেউ না বলে দিলেও মানুষ জন্মের দায়বদ্বতা থেকেই শেখা ও শিখতে বলা। দিনশেষে পেছন ফিরে তাকালে যেন লজ্জা পেতে না হয়, তার চেষ্টা করতে দোষ কি? তাইনা! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।