আমাদের কথা খুঁজে নিন

   

# সিরিয়াল কিলার কথন-১ : 'Andrei Chikatilo'

!স্লেট কিংবা খাতা ,সর্বত্রই লেখি যা তা! সিরিয়াল কিলিং ব্যাপারটা অনেক আগে থেকেই আমার আগ্রহের বিষয় । এমন না যে আমি সিরিয়াল কিলার হতে চাই । শুধুমাত্র তাদের ব্যাক্তিজীবন আমাকে টানে । তাই তাদের ব্যাপারে হাল্কা গুতাগুতি না করে পারলাম না ! Andrei Chikatilo - একজন ইউক্রেনিয়ান সিরিয়াল কিলার । ডাকনাম ছিল 'Butcher of Rostov' & 'The Red Ripper' . ।

১৯৭৮ থেকে ১৯৯০ , এই ১২ বছরে সে মোট ৫৩ জন মহিলা এবং শিশুকে নির্মম ভাবে হত্যা করে । ১৯৭৮ সালের ঠিক আজকের দিনেই অর্থাৎ ২২শে ডিসেম্বর সে তার প্রথম খুনটি করে । Rostov এর পাশেই একটি ছোট্ট কয়লা খনির শহরে পারিবারিক ভাবে পাওয়া তার একটি ছোট কুটির ছিল । সেখানে ধর্ষণ করার উদ্দেশ্যে ৯ বছর বয়সী এক বালিকা কে সে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় । মেয়েটি তাকে রক্ষা করার জন্য যখন প্রাণপণ চেষ্টা করে তখন সে একের পর এক ছুরির আঘাতে মেয়েটিকে হত্যা করে ।

কিন্তু চিকাটিলো'র পরিবর্তে আলেক্সান্ডার ক্রাভাচেঙ্কো নামের এক নির্দোষ যুবক কে মৃত্যুদণ্ডে দন্ডিত করা হয় । এরপর থেকেই যৌন চাহিদা মেটানোর জন্য নারী ও শিশু হত্যা বেছে নেয় । সে তার ভিক্টিম দের কে একটা নির্দিষ্ট পন্থায় বাছাই করতো । দেখা গেছে তার ভিক্টিম দের বেশীর ভাগ ই বাসা থেকে পালানো কিংবা ছিন্নমূল যুবতী । এবং কাছের কোনো বনেই তাদের মৃতদেহ মিলত ।

ভবঘুরে যুবতী ছাড়াও পতিতা রাও ছিল তার শিকার । আর শিশুদের ক্ষেত্রে সে ছেলে কিংবা মেয়ে আলাদা করে দেখতো না । মূলত যৌন চাহিদা মেটানোই ছিল তার মূল লক্ষ্য । ১৯৮৩ সালে সে জানুয়ারী থেকে জুন একটিও খুন করে নি । কিন্তু একই বছরে সেপ্টেম্বরের আগেই সে চার জন কে হত্যা করে ।

১৯৮৮ সালের দিকে সে Rostov থেকে দূরে সরে যায় । কিছুটা দুরের শহর ক্রাসনি-সুলিনে সে একই বছরে আট জন কে হত্যা করে । এরপর অনেক দিন বিরতি দিয়ে ১৯৯০ সালে সে সাতজন কিশোর ও দুইজন মহিলা সহ নয় জনকে খুন করে । এই পাপিষ্ঠ পুলিশের হাতে ধরা পরে দুইজন শিশুকে ভোলানোর তালে থাকার সময় । ১৯৯২ সালের ১৪ই এপ্রিল তাকে ট্রায়াল এর জন্য কোর্টে নিয়ে যাওয়া হয় ।

সেখানে সে একটি লোহার খাঁচার ভেতরে বন্দী অবস্থায় থাকে । তাকে আসলে এই খাঁচায় রাখা হয়েছিল তার আত্মীয় -স্বজনের হাত থেকে বাচানোর জন্য । তার আত্মীয়রা কোর্টরুমে বারবার আবেদন জানাচ্ছিল চিকাটিলো কে তাদের হাতে তুলে দেয়া হয় যাতে তারা নিজেরা তাদের পরিবারের এই সাক্ষাৎ শয়তানকে হত্যা করতে পারে । চিকাটিলো ৫২টি খুনের জন্য দোষী সাব্যস্ত হয় । ১৯৯৪ সালের ভেলেন্টাইন্স ডে তে মাথার পিছনে রাশিয়ান ফায়ারিং স্কোয়াডের সদস্যদের বন্দুকের গুলি খেয়ে ধরাধাম ত্যাগ করে মানব ইতিহাসের এই ঘৃণ্যতম কলঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।