আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ্য সমস্যা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility গিয়েছিলাম ২ মাসের ছুটিতে থেকে গেলাম ৪ মাস ! যাওয়ার আগে টানা দুই মাস স্বাস্থ্যকে হেভিলী ফিট করেছিলাম বৈকি । আগে ছিলাম এইরকম হয়েছিলাম এরকম আবার হইছি আগের মতন ! এক্কেবারে সোনায় সোহাগা অবস্থা ! পুরাই টাস্কিত আমি । মনে হয় সিনেমার শুট্যিং এ অংশ নিতে গাজনীতে জয়েন দিয়েছি ! শুরুটা এইখান থেকে Click This Link সমাপ্তি কোপাকোপি Click This Link কিন্তু আসলেই কি সমাপ্তি ! না তা নয় । এগিয়ে যেতে হবে আরও ... স্বাস্থ্য সম্মত খাবার এর দোহায় ছাড়লাম রোজার পর পরই কোরবানির সময় । আবার নিয়ম করে দৌড় শুরু দিতে হবে, সঠিক আহার গ্রহন করতে হবে ।

এখন নিজেকে একটু বৃদ্ধই লাগে । ইস স্বাস্থ্যের মাস গুলি কি রকম ফাটাফাটি ছিল । তিড়িং করে বিছানা থেকে লাফ দিয়ে উঠতে পারতাম । আর এখন কোমর মনে হয় ভেঙ্গে যায় ! আগের মত খিপ্রতা পাই না । না পাই স্পৃীহা ।

বিশ্বাস করুন আর নাই করুন তখন আর এখনকার অনেক তফাত । এখন তো বৃদ্ধ ঘোড়া বরং গাধাই বলা যায় । কিছুক্ষন বসে থাকলেই ঝিমুনি ধরে । আগে ঝিমুনী ধরলেও বুঝতাম না ঝিমুনী ধরেছে । ২ দিন টানা কাজ করতে পারতাম , আর এখন কাজ দূরের কথা বেকার থেকেই ঝিমাই মনে হয় ! আগে খাবার এর ডাইজেস্ট ঠিকমত হত কিন্তু এখন ... ডাইজেস্ট ঠিকমত উল্টা .. ডাক্তারের ঔষুধ খেয়ে জান যায় যায় অবস্থা ।

আমার মূল টপিক ছিল না , পেশী বহুল শরীর এর অধিকারী হওয়া । উপরের ছবি গুলি শরীর পরিবর্তনের প্রতীকি মাত্র । টার্গেট একটাই মানুষ সুন্দর ভাবে কিভাবে স্বাস্থ্যের দিকে নজর রেখে চলতে পারে আর সাথে থেকে উপকার পেতে পারে সাধারন জীবন ধারনে বাহনে । এই যে আগে আমি ৫- ৬ ঘন্টা ঘুমকেই পারফেক্ট পেতাম । কিন্তু এখন ৮-১২ ঘন্টা ঘুমাই ! ৬ ঘন্টা ঘুম থেকে ২ ঘন্টা এক্সট্রা পেলাম আর কি ।

আর তাকে ব্যায়াম ও পড়ার কাজে বা অন্য কাজে নিয়োজিত করতে পারতাম । প্রতিদিন তো ব্যয়াম হত না সপ্তাহে ৩ দিন মাত্র । সেই সাথে সুষম খাবার । যেটাকে পারফেক্ট খাদ্য তালিকা যা মানুষের দরকার । ভিটামিন, খনিজ, শর্করা, স্নেহ আর আমিষ ।

এইগুলিকে চেক এ রাখতে পারতাম । বিশ্বাস করবেন কিনা জানি না, এতে নিজেকে খুব আত্ন বিশ্বাসী মনে হত । শরীরের হাজারো রোগের সাথে সেল্ফ ডিফেন্স বা প্লাসিবো এতটাই উন্নত হয়েছিল যে জ্বরের মধ্যেও কাজ করেছি । বি.দ্র. চাইলে কাজে অসুস্থতার ছুটি নেওয়া যায়, অবশ্যই বিনা বেতনা । কিন্তু সেটা নিতাম না কারন নিজেকে আমি সবলই মনে করতাম , এই হালকা গরম এই যা! আর এখন তো আমি এমনিতেই কাইত .. হাহাহাহাহহা ---------------------------- বি হেপী ।

বোনাস কিছু যাদের ইউটিউব আসে না তারা শুনে নিন । don-t-worry--be-happy-bobby-mcferrin Click This Link ------- আরেকটা কুংফু ফাইটিং Click This Link ... হ্যাঁ .. আমরাই পারব ,,, লক্ষ্যে পৌছাতে যদি মনোবল সৎ ও দৃঢ় , জীবনের সাথে এবং প্রতিটি বাধার সাথে pirates of caribben remix শেষ করছি টাগার দিয়ে , যা আমাদের সব কিছুর প্রেরনা । আমরা কি কখনো চিন্তা করেছি আমরা একদিন ক্রিকেট দুনিয়া ডমিনেট করতে যাব .... যদিও গানটি তামিল সুর এর নকল তবুল ভাল লাগে । Bangladesh Cricket - Never Stop Believing ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।