আমাদের কথা খুঁজে নিন

   

কি ছিল মায়ান ক্যালেন্ডারের রহস্য অথবা কি ঘটতে পারে ভবিষ্যতে? (ইহা সম্পূর্ণ অলস মস্তিস্কের একটি রম্য পরিবেশনা)

A Hero will Rise Up Just In Time ঘটনা প্রবাহ ১: অনেক অনেক বছর আগে মায়ান নামে একদা এক জাতি ছিল। একদা তাহাদের দুই জ্ঞানী-গুনীর মধ্যে অত্যন্ত গুরুগম্ভীর আলোচনা চলিতেছিল: জ্ঞানী ১: কি হবে ক্যালেন্ডারের পাতা এত লম্বা করে। ক্যালেন্ডারে ২১ ডিসেম্বর, ২০১২ পর্যন্ত যোগ করলাম। আর দরকার আছে? জ্ঞানী ২: আরে না। ২০১২ সেই কবে আসবে।

ক্যালেন্ডার আর লম্বা করার কুনো দরকার নাই। চলেন, একটু শরবত পান করে আসি। ক্যালেন্ডারের কাজ আজ থেইক্যা বাদ। দিন কাটতে লাগলো। মাস, বছর, যুগ এমনকি শতাব্দির পর শতাব্দি কেটে গেল।

এসে পড়ল ২০০৭-০৮ সাল। দুই গিয়ানী মধ্যে চলছে কথোপকথোন: গিয়ানী ১: মায়ানদের ক্যালেন্ডার ২১শে ডিসেম্বরে, ২০১২ পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। তাইলে কি ২০১২ সালের ২১শে ডিসেম্বরে পৃথিবী ধংস হয়ে যাবে? গিয়ানী ২: মায়ানরা অত্যন্ত গিয়ানী ছিল। তারা ভুল হইতেই পারে না, পৃথিবী ধংস হইবেই হইবে। ঘটনাপ্রবাহ ২: ২০২০-৩০ এর ঘটনা।

দুই টেকির মধ্যে কথোপকথোন হচ্ছে: টেকি১: নতুন প্রোগ্রামটার এক্সপায়ার ডেট কেমন সেটা করা যায়, বস? আমার মনে হয় এই প্রোগ্রাম শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ব্যাবহার করবে। টেকি ২: ১৯৩৪১ সালের ২১শে ডিসেম্বর পর্যন্ত সেট করো। এরপর নতুন যুগের মানুষ আরো ভালো প্রোগ্রাম বানায়ে ফেলবে। চলো একটু এক্সপ্রেসো কফি আর একটা ফ্যামিলি সাইজ হটডগ খেয়ে আসি। যুগ চলতে লাগলো।

কেটে গেল কয়েক শতাব্দী। এসে গেল ১৯৩৪১ সাল। দুই গিয়ানীর মধ্যে আলুচুনা চলছে: গিয়ানী ১: ২০২২ সালের এই কমপিউটার প্রোগ্রামটার এক্সপায়ার ডেট ১৯৩৪১ সালের ২১শে ডিসেম্বর এ এসে শেষ হয়ে গেছে। তাহলে কি ১৯৩৪১ সালের ২১শে ডিসেম্বর পৃথিবী ধংস হয়ে যাবে? গিয়ানী ২: ২০২২ সালের মানুষরা অত্যন্ত গিয়ানী ছিল। তারা ভুল হইতেই পারে না, পৃথিবী ধংস হইবেই হইবে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।