আমাদের কথা খুঁজে নিন

   

" যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাকে " মিয়াও- His long wait for his master finally ends

আমার জগত শুধুই তোমার মিয়াও জান? আমার খুব তোমাকে দেখতে ইচ্চে করছে আমি জানি , আমার সময় হয়ত এসে গেছে তুমি আমাকে বলেছিলে জানো যখন তোমাকে খুব দেখতে ইচ্ছে করবে তুমি বলেছিলে " তুমি চোখ টা বন্ধ কর আমাকে অনুভব কর আমাকে দেখ তোমার চোখের আলো দিয়ে , এক অদ্ভুত আলো দিয়ে তুমি যখন ইচ্ছে আমাকে দেখতে পাবে" আজ অনেক পথ তোমাকে হীনা পার করেছি খুব ক্লান্ত হয়ে একটা শেষ স্টেশনের সামনে বরফের মাঝে শুয়ে আছি মনে হচ্ছে এই ট্রেন তা তেই তুমি আসবে আমাকে তুলবে জানো? আমার শরীরের কোন অনুভুতিই আমি পাচ্ছি না শুধু অনুভব করছি তুমি আসছ আরো কাছে আরো কাছে , আস্তে আস্তে তোমার গন্ধ আমাকে ছুয়ে যাচ্ছে , এ যে তুমি তুমি তুমি তুমি............ "তুমি আমি আমি তুমি নেই আমি তবু জানি তুমি আমার চিরদিনই " আর কিছু জগতের আমাকে কাছে টানে না , কিছুই আমাকে আটকে রাখতে পারে না শুধু চোখ বন্ধ করে তোমাকে অনুভব করছি , কি যেন আমার চোখ বেয়ে পড়ছে এত শীতের মাঝেও কেমন গরম অনুভুত হচ্ছে কি হল মিয়াও আমার সঞ্চিতা এই যে এই যে আমি আমি তোমার কাছে চলে এসেছি , , , একি অদ্ভুত আলো ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌ মিয়াও , মিয়াও ও আমার মিয়াও জান তুমি শুনতে পাচ্ছ ??????????????????????? তোমার দীপ আজ নীভে যাচ্চে কিন্তু তাও তোমার কাছে এই শীতের এক্তু আলো আর তাপ তোমাকে দিয়ে গেল, তোমার বাবু দীপ বিঃদ্রঃ খুব ওকে দেখতে ইচ্ছে করছে , অনেকটা পথে আজ হয়ত আমাকে শেষ স্টেশনে তোমার অপেক্ষায় চোখ বুজে আছি,

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।