পুলিশের কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শেরেবাংলা নগর ও তেজগাঁও থানায় করা দুটি মামলায় তিনি জামিন পাওয়ায় তাঁর মুক্তি পেতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শেখ মো. আলী।
পল্টন থানার একটি মামলায় জামিন পেয়ে গত ১৬ মে তিনি কারাগার থেকে বেরিয়ে আসার পর তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।
আমানউল্লাহকে হয়রানি না করার নির্দেশ
দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে আমানউল্লাহর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, পৃথক মামলায় জামিন পাওয়ার পর ২১ মে আমানউল্লাহ মুক্তি পান। চলতি বছরের ৬ মার্চ পল্টন থানায় করা একটি মামলায় তাঁকে ওই দিন আবার গ্রেপ্তার দেখানো হয়। সেই আশঙ্কা থেকে তিনি এই আবেদন করেন।
আদালতে আমানের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।
তাঁর সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।