আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’ শীত নিদ্রায় ডিম দিয়েছে ইমু.
চিড়িয়াখানার সাপ কুমিরসহ সকল সরিসৃপ জাতীয় প্রাণী চলতি মাসের শুরু থেকেই শীত নিদ্রায় রয়েছে। শীতের সময়ে এ ধরনের প্রাণীরা খুব একটা বাইরে বের হয় না গর্ত বা বাসভূমি ছেড়ে। খাবারও খুব একটা গ্রহণ করে না। নিজেদের শরীরে সঞ্চিত খাবারই এসব প্রাণীদের বাঁচিয়ে রাখে বলে জানিয়েছেন ঢাকা চিড়িয়াখানার কিউরেটর ডা. এবিএম শহীদউল্লাহ।
চিড়িয়াখানার দর্শনার্থীরা একারণেই সরিসৃপ জাতীয় প্রাণী এ সময়ে দেখতে পাবেন না।
অন্যদিকে ঢাকা চিড়িয়াখানায় নতুন করে ডিম পেড়েছে ইমু ও শকুন পাখি। গত বছর ইমু ১৫ টি ডিম পাড়লেও ৪টি পাখির বাচ্চা ফুটেছিল। আগের বছর প্রচ- রোদের কারণে ১০টি ডিমই নষ্ট হয়েছিল। এ বছর ৬টি ডিম ফুটানোর জন্য ইনকিউবেটরে বসানো হয়েছে বলে ঢাকা চিড়িয়াখানা সূত্রে জানা গেছে।
কিউরেটর আরো জানান, সরিসৃপ প্রাণীরা শীতের সময়ে ৯০ দিনের জন্য শীত নিদ্রায় থাকে।
তখন খুব একটা খাবারের প্রয়োজন হয় না। তবে সরিসৃপ প্রাণীদের বাড়তি যত্নের জন্য বিশেষ প্রক্রিয়াজাত খড় ও বালি দেয়া হয়েছে। ইমু পাখি ও শকুনের ডিম ফুটানোর জন্য চেষ্টা চলছে।
........
C&P
....... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।