আমাদের কথা খুঁজে নিন

   

মাছ হাঁটতে পারে ব্যাঙ গাইতে জানে!

ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ শুনে আমরা অভ্যস্ত হলেও সম্প্রতি এমন এক প্রজাতির ব্যাঙের সন্ধান পাওয়া গেছে যেগুলোর গলা পাখির মতো। এরা যখন ডাকে তখন মনে হয় কোনো পাখি গান গাইছে। এই গায়ক ব্যাঙের দেখা মিলেছে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বনভূমিতে। এরা গাছে বিচরণ করে বেশি। বুকে ভর দিয়ে সাপের মতো হাঁটতে পারে এমন মাগুর মাছ প্রাণিবিজ্ঞানীরা খুেঁজ পেয়েছেন ভিয়েতনামের মেকং ডেল্টা প্রদেশের কিয়েন জিয়াং এলাকার জলাভূমিতে।

এ মাগুর মাছগুলো পানিতে বিচরণের পাশাপাশি ডাঙাতেও চলতে পারে অত্যন্ত দক্ষতার সঙ্গে। অনেক সময় খাবারের সন্ধানে এগুলো নদীর তীর ঘেঁষে স্থলভূমির অনেক ভেতরে চলে যায়। বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির মাছের বিচরণ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সুরাত থানি এলাকায়। এখানকার সমুদ্র উপকূলে ঘুরে বেড়ানো এ মাছগুলোর দৈর্ঘ্য মাত্র দুই সেন্টিমিটার। ভিয়েতনামের মধ্যাঞ্চলে রাতে ঘুরে বেড়ায় নাকওয়ালা বাদুড়।

এর চেহারা অত্যন্ত বিদঘুটে। দেখলে যে কেউ আঁতকে উঠবে। মেকং ডেল্টায় যে পাঁচটি নতুন প্রজাতির প্রাণী পাওয়া গেছে তার শেষটি হচ্ছে আরেক প্রজাতির ব্যাঙ। এর চোখ সাদা-কালো। আকারে বেশ বড়।

অনেকটা মানুষের মতো। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচারের বিজ্ঞানীরা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে এগুলো বের করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।