আমাদের কথা খুঁজে নিন

   

১৭ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

ভালবাস সবাই ভালবাসাকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের নিলামে দেশি ও বিদেশি গোল্ডেন শ্রেণির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন সাকিব আল হাসান। নিলামে সাকিবকে কিনতে প্রায় সব দলের আগ্রহ থাকায় তার মূল্য দেশি ক্রিকেটারদের গোল্ডেন শ্রেণির সর্বোচ্চ সীমা ৭০ হাজার ডলার ছাড়িয়ে যায়। ফলে গোপন খামে প্রস্তাবিত মূল্য জমা দেয় দলগুলো। বেশি ভিত্তি মূল্যের বিদেশি গোল্ডেন ক্রিকেটারদের মূল্য ছাড়িয়ে সাকিবের দাম ওঠে তিন লাখ ৬৫ হাজার ডলার। বাংলাদেশের সাবেক অধিনায়ককে তিন লাখ ৬৫ হাজার ডলারে কিনে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস।

বিদেশি গোল্ড শ্রেণির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠে পাকিস্তানি ক্রিকেটার ইমরান নাজিরের। তাকে দুই লাখ ৮০ হাজার ডলারে কিনে নেয় চিটাগাং কিংস। আরেক পাকিস্তানি শহীদ আফ্রিদিকে দুই লাখ ৭৫ হাজার ডলারে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। দেশি গোল্ড শ্রেণির ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশ দলের ক্যাপ্টন মুশিফিকুর রহিমকে দুই লাখ ৫ হাজার ডলারে কিনেছে সিলেট রয়ালস। আর তামিম ইকবালকে এক লাখ ৬৫ হাজার ডলারে কিনেছে দূরন্ত রাজশাহী।

মাহমুদুল্লাহ রিয়াদকে এক লাখ ২৫ হাজার ডলারে কিনে নিয়েছে চিটাগাং কিংস। এবারের বিপিএলে দল গড়ার জন্য র্ফ্যাঞ্চাইজিগুলোকে ব্যয়ের সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। এবার নিলামে প্রতিটি র্ফ্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৫ লক্ষ ডলার ব্যয় করতে পারবে। প্রতিটি র্ফ্যাঞ্চাইজি সর্বোচ্চ ১০ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। এবং প্রত্যেক ম্যাচে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলানো যাবে।

নিলামের জন্য চারটি শ্রেণীতে স্থানীয় ১১৩ ও বিদেশি ১৩৪ জন সহ মোট ২৪৭ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করে বিসিবি। ১৭ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে তার পর দিন থেকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।