ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইটে কুরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়। নিচে এরকম কয়েকটি ওয়েবসাইটের বর্ণনা দেওয়া হলঃ
কুরআন শরীফ ডট কম - এই সাইটে আছে পবিত্র কুরআন শরীফের ১১৪টি সূরার মূল আরবি সহ বাংলা এবং ইংরেজি অনুবাদ। এটি মূলত বাদশাহ ফাহাদ কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য অনুদিত পবিত্র কুরআনুল কারীমের ইলেক্ট্রনিক সংস্করণ। সাইটটিতে বাংলা ফন্ট হিসেবে বৈশাখী ব্যবহার করা হয়েছে এবং সেটি সাইটের সাথেই এম্বেড করে দেওয়া হয়েছে। কাজেই বাংলা পড়তে কোন সমস্যা হওয়ার কথা নয়।
সাইটটি দেখতেও সুন্দর। কিন্তু এক পৃষ্ঠায় সর্বোচ্চ ত্রিশটি করে আয়াত রাখার কারণে বড় বড় সূরাগুলোকে কয়েকটি পৃষ্ঠাজুড়ে স্থান দিতে হয়েছে। এরফলে ওয়েবপেজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে সাইটটি শুধু আনলাইনেই পড়ার উপযোগী। পেজগুলো ডাউনলোড করে করে অফলাইনে বসে পড়তে হলে অনেক অনেক সময় এবং ধৈর্য নিয়ে সেগুলো সেভ করতে হবে।
সাইটটির ঠিকানা হল -
http://www.quraanshareef.com/
কুরআন টুডে ডট কম - এই সাইটি আছে ডঃ জহুরুল হক কর্তৃক অনুদিত কুরআন শরীফের বাংলা অনুবাদ। কুরআন শরীফ ডট কমের সাথে এর পার্থক্য হল, এখানে শুধু কুরআন শরীফের বাংলা অনুবাদই দেওয়া আছে। মূল আরবি বা ইংরেজি অনুবাদ দেওয়া নেই। তাছাড়া আরেকটি বড় পার্থক্য হল, এই সাইটটি PDF ভিত্তিক। হোমপেজটি HTML এ লেখা হলেও মোট ১১৪টি সূরা ১১৪টি ভিন্ন ভিন্ন পিডিএফ ফাইল হিসেবে সংরক্ষিত আছে।
কম্পিউটারে অ্যক্রোব্যাট রীডার বা অন্য কোন পিডিএফ ফাইল রীডার থাকলে সরাসরি ইন্টারনেট থেকেও পড়া যাবে অথবা ডাউনলোড করে অফলাইনে বসেও পড়া যাবে। ১১৪টি সূরার পিডিএফ ফাইলের মোট সাইজ ৪.৫৯ মেগাবাইট। কাজেই ডাউনলোড করতে খুব একটা বেশি সময় লাগবে না। সাইটটির ঠিকানা হল -
http://www.qurantoday.com/bangla.htm
ইসলাম ধর্ম ডট নেট - এটি প্রায় কুরআন শরীফ ডট কমের মতোই। তবে পার্থক্য হল, এতে বাংলা অনুবাদ শব্দভিত্তিক সার্চ করার ব্যবস্থা আছে।
আর সমস্যা হল, এতে এক পৃষ্ঠায় সর্বোচ্চ বিশটি করে আয়াত রাখার কারণে বড় বড় সূরাগুলোকে কয়েকটি পৃষ্ঠাজুড়ে স্থান দিতে হয়েছে। এরফলে এখানে ওয়েবপেজের সংখ্যা কুরআন শরীফ ডট কমের চেয়েও অনেক বেশি। ফলে এই সাইটটিও শুধু আনলাইনেই পড়ার উপযোগী। পেজগুলো ডাউনলোড করে করে অফলাইনে বসে পড়তে হলে অনেক অনেক সময় এবং ধৈর্য নিয়ে সেগুলো সেভ করতে হবে। সাইটটির ঠিকানা হল -
http://www.islamdharma.net/index.php?m=quran
এছাড়া ইসলাম ধর্ম ডট নেটে কুরআন শরীফের বাংলা অনুবাদের একটি সফটওয়্যারও আছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। -
http://biggani.com/content/view/421/134/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।