আমাদের কথা খুঁজে নিন

   

৫ পেরিয়ে ৬-এ/ব্লগ দিবস(যুক্তরাস্ট্র)

। অনেস্টি ইজ দ্যা বেস্ট পলেসি। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়ে গেছে। আজ হঠাৎ করে নিজের ব্লগের পরিসংখ্যানের দিকে দৃস্টি পরতেই, চোখে পড়লো ব্লগ লেখার বয়স ৫ বছর পেরিয়ে গেছে। বর্ষপুর্তিতে নিয়ম করে কখনই পোস্ট দেওয়া হয় নাই।

তাই আজ যখন দেখলাম ৫ বছর পেরিয়ে ষষ্ঠ বছরে পা রেখেছি তখন মনে হলো দু'কলম লিখি। ব্লগের সবাইকে শুভেচ্ছা,কারন এই ব্লগারদের জন্যই ব্লগ লেখার চেস্টা আজো অব্যাহত আছে। জানি তেমন কিছুই লিখিনা আমি । তবুও নিজের লেখাগুলোকে নিজের কাছে খুব একটা খারাপ মনে হয়না। তবে লেখার চাইতে পড়তেই ভালোবাসি আমি।

অনেক সময় পড়ার পরও কারো কারো লেখায় মন্তব্য করার সাহস হয়নি । অনেকেই বিপরীত মতাদর্শকে তির্যক ভাবে গ্রহণ করে। আবার অনেকেই মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজনিয়তা অনুভব করেনা। তাই অনেক ভালো লেখা পড়েও মন্তব্য করা থেকে বিরত থাকি। কিছু কিছু ব্লগার আছেন যত কস্টই হোক নিজের মুল্যবান সময় নস্ট করে ঠিকই উত্তরটা দেন।

তাদের লেখায় মন্তব্য করতে পারাটাও তৃপ্তিদায়ক। ব্লগটাকে আমার মনে হয় চলমান জিবনের অংশ। অনেক প্রশ্নের উত্তর মেলে এখানে। তাৎক্ষনিক অনেক ঘটনাই জানা যায় ব্লগে দৃস্টি রাখলে। কার কারো জন্য হয়তো অপরিহার্য হোয়ে যাবে এই ব্লগ জগৎ।

দেশে থাকলে ২১শে ফেব্রুয়ারি,২৬-শে মার্চ,১৬ই ডিসেম্বর,১লা বৈশাখ এগুলোর সাথে যোগ হোতো আজকের ১৯শে ডিসেম্বর ব্লগ দিবসটিও। আপনারা যারা ব্লগ দিবস উদযাপনে যোগ দিতে যাচ্ছেন সবার প্রতি রইলো শুভ কামনা। এই ফাকে একটা কথা জানিয়ে দেই আপনাদের। অর্থাত আপনারা যারা যুক্তরাস্ট্রে আছেন ব্লগার। আমরা কতিপয় ব্লগার, ক্ষুদ্র আয়োজন করেছি বিজয় দিবস এবং ব্লগ দিবস উপলক্ষে এর সাথে একাত্ততা প্রকাশ করার জন্য।

আগামি শনিবার আমরা ব্লগাররা একত্রিত হোচ্ছি জ্যাকসন হাইটসে। সম্ভব হোলে চলে আসুন.। স্থান:-জ্যাকসন হাইট ফুডকোর্ট। (পুরাতন ঈগল থিয়েটার) তারিখ ২২শে ডিসেম্বর। সময়:-বিকেল ৫টা ভালোই হোলো কি বলেন বর্ষপুর্তির পোস্টে প্রচারও চালিয়ে নিলাম।

আসলে দেখা হবে,কথা হবে আর কি চান?ভোজনটাও হোয়ে যাবে কি বলেন। সবার সব আয়োজন সফল হোক। সাথে সাথে আমাদেরটাও। কি লিখলাম জানিনা। ধন্যবাদ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।