আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ফারাও সম্রাটের মৃত্যু রহস্য উন্মোচন

মিসরের শেষ ফারাও সম্রাট তৃতীয় রামেসেসকে জবাই করে হত্যা করা হয়েছিল। নতুন একটি ফরেনসিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের এ বিশ্বাস জন্মেছে। তিন হাজার বছর আগে এ হত্যাকাণ্ড ঘটে। বিশ্লেষণটি গত সোমবার ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, নতুন এই বিশ্লেষণে তাঁদের ধারণা, সিংহাসনের উত্তরাধিকারের লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে রামেসেস খুন হন।

সে সময় মানুষ তাঁকে ঈশ্বরের সমতুল্য ভাবতেন। তাঁরা বলেন, রামেসেস তাঁর স্ত্রী ও উচ্চাভিলাষী ছেলের পাঠানো এক বা একাধিক ভাড়াটে ব্যক্তির হাতে খুন হন। ফারাও সম্রাটের মমি বলে পরিচিত মমিটি রামেসেসের ওই ছেলের। বাবাকে হত্যার ষড়যন্ত্রের পর তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। রামেসেসের মমির সিটি (কম্পিউটেড টমোগ্রাফি) স্ক্যানের একটি প্রতিবেদনে দেখা যায়, রামেসেসের শ্বাসনালি ও প্রধান ধমনিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

৭০ মিলিমিটার (২ দশমিক ৭৫ ইঞ্চি) চওড়া গর্ত সৃষ্টি হয়ে তা প্রায় মেরুদণ্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইতালির ইনস্টিটিউট ফর মাম্মিস অ্যান্ড দ্য আইসম্যানের (ইইউআরএসি) প্রাচীন রোগতত্ত্ববিদ আলবার্ট জিংক বলেন, ‘আমি নিঃসন্দেহ যে, সম্রাট তৃতীয় রামেসেসকে গলা কেটে হত্যা করা হয়েছিল। ’ সম্রাট রামেসেস খ্রিষ্টপূর্ব ১১৮৮ থেকে খ্রিষ্টপূর্ব ১১৫৫ সাল পর্যন্ত ৩৩ বছর মিসর শাসন করেন। প্রাচীন নথিপত্রে তাঁকে ‘গ্রেট গড’ এবং মিসর রক্ষাকারী সামরিক নেতা বলে উল্লেখ করা হয়েছে। এএফপি, বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।