মানব সেবা, আর ভবিষ্যৎ মুখী জীবন গড়তে চাই। উগ্রপন্থী, গালাগাল করা মুখ দেখতে চাইনা। আবেগ আপনার মত আমার আছে, তাই আমার মত আপনিও নিয়ন্ত্রন করুন, না পারলে আমাকে ত্যাগ করুন। আমি নমনীয়, আপোষকামী, ঝামেলা মুক্ত সৃজনশীল মুসলমান হয়ে মরতে চাই।
আমার এক বন্ধু কয়েকদিন আগে আমার অফিসে দেখা করতে এসছিল।
যাওয়ার কিছু পরে শেষ কথা হয়। পরদিন দুপুরের দিকে তার বাবা ফোন দিয়ে বলে সে নাকি এখনো বাসায় যায় নি, সে কোথায় আছে। আমি হতভম্ব হয়ে যায়। কিছু পরে বলে সে নাকি তার বাবাকে একটা এস এম এস দিয়ে জানিয়েছে, রোড এক্সিডেন্ট হয়। সে এখন হাসপাতালে , কিন্তু কোন হাসপাতালে, লোকেশন কিছুই জানায়নি।
এরপরে তার বাবা আমাকে আর ৩/৪ বার ফোন দিয়ে রিকুয়েসট করে আমি কোন ভাবে তার খোঁজ বের করতে পারি কিনা। কিন্তু আমি অসহায়
বোধ করছিলাম কারন তার সাথে আমার পরিচয় (সামনা সামনি) সেই দিন ই প্রথম+ শেষ ছিল আমি তার ব্যক্তিগত কিছুই জানিনা।
যাহোক অনেক পরে sms দিয়ে সে বলে > ekhon ami basay <
একটু আগে ঃ
>>"
9:41pm
পুরোপুরি। আসলে একজনকে বাচাঁতে গিয়ে দুই ব্যাগ রক্ত দিয়ে নিজের অবস্থা আসংখাজনক করে ছিলাম। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।