মৌলিক অধিকার গুলো আজো আমাদের কাছে গনিকালয়ের অন্ধকার ঘরের তেল চিটচিটে বালিশে শুয়ে থাকা ষোড়শী নারী।ইচ্ছে হলেই গনতন্ত্রের দোহাই দিয়ে এদেশের সরকার ব্যবস্থা যখন খুশি তখন সেগুলোর সাথে পারস্পরিক সর্ম্পকে জড়িয়ে পরে। একটা ঘর চেয়েছিলাম শুধু চার দেয়ালের একটা ঘর! নাহ্,আমারি ভুল ছিল শুধু কি ঘর হলেই হতো?হতো না, একটা তেল চিটচিটে বালিশ, একটা শত ছিদ্রের মশারী, আর একটা ছোট্ট খাট। দেয়ালে টাঙ্গানো একটা ছোট্ট আয়না একটা পুরোনো চিরুনী,সস্তা সুগন্ধী তেল, চোখের কাজল আর লাল লিপিস্টিক। খুব বেশি সৌখিন হরে হয়তো একটা কটকটে গায়ে মাখার সুগন্ধী ও থাকতে পারতো। আমি তো শুধু চেয়েছিলাম একটু নিছিদ্র নিরাপত্তা যেখানে আমি নির্ভয়ে আমার পাপ গুলোকে রেখে আসতে পারি। মাইরি বলছি,এর বেশি কিছু চাওয়ার ছিল না আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।