আমাদের কথা খুঁজে নিন

   

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে

অমন   আড়াল দিয়ে লুকিয়ে গেলে             চলবে না। এবার   হৃদয় মাঝে লুকিয়ে বোসো, কেউ    জানবে না, কেউ বলবে না।        বিশ্বে তোমার লুকোচুরি,        দেশ বিদেশে কতই ঘুরি - এবার   বলো আমার মনের কোণে             দেবে ধরা, ছলবে না।        আড়াল দিয়ে লুকিয়ে গেলে             চলবে না।        জানি আমার কঠিন হৃদয়        চরণ রাখার যোগ্য সে নয় - সখা,    তোমার হাওয়া লাগলে হিয়ায়             তবু কি প্রাণ গলবে না।        না হয় আমার নাই সাধনা,        ঝরলে তোমার কৃপার কণা তখন    নিমেষে কি ফুটবে না ফুল             চকিতে ফল ফলবে না।        আড়াল দিয়ে লুকিয়ে গেলে             চলবে না। বোলপুর, ১১ ভাদ্র ১৩১৬ কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি রচনা সংখ্যাঃ ২৩

সোর্স: http://www.bangla-kobita.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।