আমাদের কথা খুঁজে নিন

   

ভাই কম দামে এন্ড্রয়েড ফোন সেল করব একটা। লাগলে আওয়াজ দিয়েন। হাই-কনফিগ।

প্রতিদিনিই চিন্তা করি গতকাল আমি একটা ইডিয়ট ছিলাম মডেল pantech a800s। কোরিয়া থেকে আসছে দুই একমাস হবে। ফোনটা লাগবেনা তাই সেল করে দিব। প্রটেক্টর আছে ফ্রন্ট সাইডে সো নো স্ক্রাচ। তবে ব্যাক সাইডে হালকা কিছু স্পট আছে তেমন ভিজিবল না ।

সাথে তিনটা ব্যাটারি একটা ডক চার্জার আর একটা প্লাগ চার্জার আর ডাটা ক্যাবল। নো বক্স ওর ওয়ারেন্টী। কনফিগ আছে ফোনটায়- Dual core 1.5Ghz,১জিবি র‍্যাম,16gb internal এক্সটারনাল সাপোর্ট ৩২জিবি প্লাস,8mp full HD cam,nfc,4.5' display 336ppi,front cam etc। ডিটেইলস- pdadb.net/index.php?m=specs&id=3271 যেকোন সিম চলবে। ১৫ হাজারে সেল করব।

খুব স্মুথ ফোন বাট pantech ব্রান্ড তেমন পপুলার না তাই কম দামে সেল করতে হচ্ছে লোকেশন ধানমণ্ডি ফেসবুকে মেসেজ দিতে পারেন কন্টাক্টের জন্য। facebook.com/md.shaon.7965  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।