জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " এই এখনই ভাবলাম তোমাকে আমি অন্ধকার বেলকনিতে হেলান দিয়ে একা একা; যদিও ওপাশে গল্পে মত্তো যুবকের দল তবু আমি শুধু তোমাকে নিয়ে অন্ধকার বেলকনিতে কি ভীষণ একা; আমার ছায়ায় আর কখনোই বসবেনা তুমি এই চোখে আর কখনোই রাখবেনা তোমার চোখ আমার হাত স্পর্শ করবেনা জানি আর কোনদিনই ; যদিও পৃথিবীতে মানুষ ভালোবেসেই যাবে, প্রেমিকের চোখ খুঁজে ফিরবে তার প্রেমিকাকে তাদের যুগল হাতের স্পর্শে তৈরি হবে নতুন ইতিহাস নিত্য নতূন প্রেমে-পূর্নতায় ভরে উঠবে পৃথিবীর চারপাশ; জানি, পৃথিবীতে আজোও ভালোবাসাই সর্বোত্তম ঔষধি তবুও আমি কি আর আরোগ্য হবো না কখনোই ! তোমার পৃথিবীতে আমি আগন্তক হবো জেনেও তোমাকেই আমার পৃথিবীর সর্বস্বত্ব দিয়েছিলাম; তাই যদিও ওপাশে গল্পে মত্তো যুবকের দল তবু আমি শুধু তোমাকে নিয়েই অন্ধকার বেলকনিতে কি ভীষণ একা; ...... ( অন্ধকার বেলকনি, ডি মুন, ০১/০৬/২০১৩, রাত০৯;৩৬)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।