আমাদের কথা খুঁজে নিন

   

জিন, জ্বিন, জ্বীন, জিণ--------কোনটা???

্পরে জিন1 (p. 325) [ jina1 ] বিণ. জয়শীল, জয়ী। ☐ বি. 1 বুদ্ধ; 2 জৈন সন্ন্যাসী বা অর্হত্; 3 বিষ্ণু। [সং. √ জি + ন]। জিন2 (p. 325) [ jina2 ] বি. দৈত্য, দানো। [আ. জীন্]।

জিন3 (p. 325) [ jina3 ] বি. 1 ঘোড়ার পিঠে আরোহীর পেতে বসবার আসন; 2 ঘোড়ার সাজ। [ফা. জীন]। জিন4 (p. 325) [ jina4 ] বি. মোটা সূতোর ঠাসবুনানি খাপি কাপড়বিশেষ। [ইং. jean]। জিনস বি. 1 জিন (জিনসের প্যাণ্ট); 2 জিনের তৈরি পাতলুন বা প্যাণ্ট (জিনস পরেছে)।

আরো খোজাখুজির পর আরেকটা পেলাম জ্বিন। যা ইসলাম ধর্মীয় জ্বিন জাতি। কিন্তু আমি যা খুজছি তার কোথাও সন্ধান পেলাম না যে, ইংরেজীতে যা ডি এন এ তার বাংলা যদি এরূপ কোন প্রতিশব্দ হয়, তবে তার বানান ভেদ কিরূপ;----বিজ্ঞদের জানানোর অনুরোধ করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।