আমাদের কথা খুঁজে নিন

   

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়

আজ   ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়          লুকোচুরির খেলা।       নীল আকাশে কে ভাসালে          সাদা মেঘের ভেলা।             আজ   ভ্রমর ভোলে মধু খেতে,                   উড়ে বেড়ায় আলোয় মেতে,             আজ   কিসের তরে নদীর চরে                      চখাচখির মেলা। ওরে   যাবো না আজ ঘরে রে ভাই,          যাবো না আজ ঘরে! ওরে   আকাশ ভেঙে বাহিরকে আজ          নেব রে লুঠ করে।             যেন    জোয়ার জলে ফেনার রাশি                   বাতাসে আজ ফুটেছে হাসি,             আজ   বিনা কাজে বাজিয়ে বাঁশি                   কাটবে সারা বেলা। সালঃ ১৩১৩ কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি রচনা সংখ্যাঃ ৮

সোর্স: http://www.bangla-kobita.com     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।