ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে!
৯০ এর বাংলা সিনেমা। আহ কি মধু...কি সব ফাটাফাটি গান ছিল আমাদের এখানে।
স্মার্ট রাজীব নিষ্পাপ মান্না এবং গ্ল্যামারগার্ল চম্পা কে নিয়ে নূর হোসেন বলাই'র মুভি শেষ খেলা
মুভির গানগুলো দারুন জনপ্রিয় হয়েছিল। কাহিনীও ভাল ছিল...মফস্বলের সিনেমা হলে মহিলা দর্শকের সমাগম ছিল দেখার মত।
মান্না রাজীব আর চম্পার জমজমাট অভিনয় ছিল দেখার মত!
সেই মুভির একটি গান যা আজো হৃদয়কে নাড়া দেয়।
সৈয়দ আব্দুল হাদীর ভরাট কন্ঠে রাজিবের স্মার্ট অভিনয় আপনাকে জানিয়ে দিবে আমাদের বাংলা সিনেমার গান সময়ের হিসেবে খুব বেশী পিছিয়ে ছিলনা। সাথে রুনা লায়লা আর এন্ড্রু কিশোর!!!
শূন্য দশকের গানগুলো কেন ৯০ এর দশকের গানের মত হইলোনা এই আফসুস আমার সারাজীবনেও যাইবোনা।
গানের জন্য বলিউড আর ঢালিউড এ ৯০ হইল বেষ্ট। আমার সন্দেহ নাই।
আসুন সেই গানটি দেখিঃ
গানের সুরের সাথে কথাগুলো এক কথা অসাম!!!
ধন্যবাদ সোহেল রানা ভাইকে ইউটিউবে গানটি আপলোডের জন্য।
উনার কাছে অধমের আবেদন .....ভাই মুভিটাও আপলোড কৈরা দেন যত জলদি সম্ভব! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।