আমাদের কথা খুঁজে নিন

   

আল ইহসান ও আল বাইয়্যিনাত পত্রিকা যেখান থেকে বের হয় সেই রাজারবাগ দরবার এর ভিতরে কেমন?

ঢাকার মালিবাগ মোড় সংলগ্ন রাজারবাগ দরবার। এই দরবার সম্পর্কে অনেক পোস্ট আমি ব্লগে দেখেছি। আমি যতটুকু দেখেছি সেই অভিজ্ঞতা মতে কারোটা সত্য, কারোটা মিথ্যা। রাজারবাগ পুলিশ লাইনের ৩ নং গেটের বিপরীত পার্শ্বে অবস্থিত এই দরবারের গেটেই চোখে পড়বে একই ধরনের পোষাক পরিহিত গেইটম্যান। ভেতরে ঢুকলে মাদ্রাসার ছাত্র থেকে ছোট বড় সবারই ঐ একই পোষক।

আমি প্রথমে গিয়ে জিজ্ঞেস করেছিলাম: “আপনাদের সবার পোষাক এক ধরনের কেন? সুতি কাপড়ের জামা (তারা বলে কোর্তা), সিলাই বিহীন লুঙ্গি, পাগড়ি (সাদা-কাল-সবুজ), সাদা রুমাল, সবার বাবরী চুল, এমনকি সবার স্যান্ডেলও একই ধরনের। ” তারা বলেছিল, “আমাদের রাসূল তো একজন, উনার সুন্নত সম্পর্কে হাদীস শরীফের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে। আমরা হাদীস শরীফ অনুসরণ করে সেই আমলই করছি। ” বাইরে থেকে কৌতুহল নিয়ে অনেকে ঢুকে ভিতরে আসলে কি আছে? - ভিতরে আছে মসজিদ - ‘মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসা (পুরুষ ও মহিলা বিভাগ আলাদা, পুরুষের জন্য পুরুষ শিক্ষক ও মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা) - বিশাল লাইব্রেরী - গবেষণাগার ‘মুহম্মদীয়া জামিয়া শরীফ’ গবেষণাগার - দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত অফিস - ক্যান্টিন -পত্রিকা বিক্রয়কেন্দ্র -রান্নাঘর (খাবার সেকশন) ভিতরে সবাই ঢুকতে পারে, এবং তালিম সবার জন্য উন্মুক্ত। জুমুয়ার নামযের সময় বিশেষ খুতবা এবং প্রতিদিন বাদ এশা তালিম হয়।

এই তালিম গুলো ‘আল হিকমা নামক একটি ইন্টারনেট রেডিও থেকে তারা সরাসরি সম্প্রচার করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।