আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদি'রে ধাওয়া দিছে কারা বন্দীরা

আমি বাংলা'র, বাংলা আমার ব্যাফুক আনন্দের সহিত জানানো যাইতেছে যে, বিজয়ের উৎসবে গতকাল দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক বন্দিদের রোষানলে পড়েছেন জামায়াতের শীর্ষ নেতা ও যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী। এ ঘটনার পরই কারা কর্তৃপক্ষ দেলাওয়ার হোসেন সাঈদীকে অন্য সেলে স্থানান্তর এবং তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বর্তমানে তাকে কারাগারের ২৬ সেল থেকে সরিয়ে ১০ সেলে রাখা হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে। বজয় দিবসের প্রথম প্রহরে কারা কর্তৃপক্ষ বন্দিদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ করে। পায়েশ, মুড়ি, জিলাপি, পোলাও, মাংস, জর্দা, কোমল পানীয় ও পান-সুপারী দেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টায় বন্দিরা আনন্দে সেল থেকে বেরিয়ে মনিহার ও শাপলা সেলের সামনে খালি জায়গায় জমায়েত হয়ে জয় বাংলা বলে চিৎকার শুরু করে। তারা বিজয়ের উৎসাহে সেখানে বসে তাদের হাতে থাকা থালা-বাটি দিয়ে বাজনা বাজিয়ে গানের আসর বসায়। এসময় সাঈদীকে সাক্ষাৎ করিয়ে গেট থেকে সেলে নিয়ে যাওয়ার পথে ওই বন্দিরা ‘রাজাকার যায়, রাজাকার ধর’ বলে তাকে ধাওয়া করে। এসময় তার নিরাপত্তায় থাকা একজন কারা হাবিলদার ও কয়েকজন কারারক্ষী, রাইটার-মেট বন্দিদের বাধা দেয়। এক পর্যায়ে কারারক্ষী ও রাইটররা সাঈদীকে দ্রুত সেলে নিয়ে যায়।

এরপরই ক্ষুব্ধ বন্দিরা স্লোগান শুরু করলে তাদের ডেপুটি জেলার নিবৃত্ত করেন। কোনো রাজাকারকে এই কারাগারে রাখা যাবে না বলেও দাবি জানায় স্বাধীনতার স্বপক্ষে স্লোগান দেওয়া বন্দিরা। এসময় কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।