জানতে চাই, জানাতে চাই আজ সকালে ফেসবুকে ঢুকতেই একটি পেজের পোস্ট দেখে মেজাজটা চরম খারাপ হয়ে গেল। পোস্টটি ছিল এরকমঃ "এ কাজটি করার সুযোগ কয়জনেই পাবে ' যদি কাল না বেঁচে থাকেন ? আমি আপনাদের কাছে কখন কিছু চাই নি তবে আজ চেয়েছি যদি পাড়েন তাহলে সবাই ১ টা লাইক দিয়ে বুজিয়ে দিন সেজদা শুধুমাত্র এক আল্লাহর জন্য" স্ক্রিনশটঃ লাইক ব্যবসার জন্য এভাবেই প্রতিনিয়ত সাধারন মানুষের ইমোশন নিয়ে খেলছে এসব আবাল ফেসবুক পেইজ এডমিনরা। আমার মনে হয়, এসব পেইজ এডমিনরা মানসিক রোগী। তাদের অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন। আর সাধারন মানুষও এ ধরনের পোস্ট দেখে চোখ বন্ধ করে লাইক মারে। তারা মনে করে যে, এ ধরনের পোস্টে লাইক মারলেই অনেক সওয়াব হাসিল হয়। আমার মতে, কোনো ফেসবুক পেইজে লাইক ব্যবসার এধরনের পোস্ট দেখলে, সঙ্গে সঙ্গে সেই পেইজটি আনলাইক করে দেওয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।