আমাদের কথা খুঁজে নিন

   

কেন আমি ব্লগ এ নাম লিখলাম

আকাশের রং নীল, বেদনার রং নীল,সাফল্যের রং ও নীল...। ব্লগ কি জিনিস চিনতাম না। ফেবু তে একদিন একটা লিনক পেলাম। ১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি :-* :-* :-* :-* !!!! ইট হেপেন্স অনলি ইন বিডি ! আরে মজার জিনিস তো???? গাড়ির প্রতি আমার আগ্রহ ছোট বেলা থেকেই। এভাবেই খোজ পেলাম সামুর।

তারপর থেকে রেগুলার পরি। ভাল ই লাগে। বিশাল এক জগৎ। তাই ভাবলাম এবার নিক খুলে ই ফেলি। ব্লগ এ নিক খোলার জন্য বিজয় দিবসের চাই তে ভাল দিন আর নাই।

যদিও লেখার নেক নাই। লেখালেখি অনেক কঠিন। তবু ও যোগ দেয়া আপনাদের সাথে। দেখা যাক কত দুর পাড়ী দিতে পারি এ পথ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।