আমাদের কথা খুঁজে নিন

   

" দ্যা কিলিং মেশিন ও শীর্ষ সন্ত্রাসী বিকাশ জামিনে বের হতে পারলেও জামিন পাচ্ছেন না মির্জা ফকরুল ইসলাম আলমগির" !!! সেলুকাস আইন !!!

বিকাশ, বিকাশ, বিকাশ জি হ্যা নাম শুনলেই এক ভয়ানক অনুভুতি কাজ করে মনে আর সেটি আর কিছুই নয় প্রাননাশের স্বপ্ন ছাড়া । এই সেই বিকাশ যে খুন করে মানুষকে কেটে বুড়িগঙ্গায় ফেলে দিত, শরীর পচিয়ে কুকুরকে খাওয়াত, এই সেই বিকাশ যে বৈদ্যুতিক শক দিয়ে দিনের পর দিন নর হত্যা করেছে। কালা জাহাঙ্গীর এবং পিচ্ছি হান্নানের চেয়েও বিপদজনক এই সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। এবং আরও ভয়ানক কথা হল তার এই আচমকা জামিনের পিছনে সরকারের উচ্চ মহলের সরাসরি কোন স্বার্থ জড়িত বলে আশঙ্খা করা হচ্ছে। কিলিং মেশিন নামক এই শীর্ষ সন্ত্রাসীকে ছাড়ার পিছনে সরকারের দুটি উদ্দেশ্য থাকতে পারে এক, কিছু হাই প্রোফাইল খুন, যা বিরোধীদল এবং বুদ্ধিজীবীদের হতে পারে । দুই, নির্বাচনের আগে আইন শৃঙ্খলার চরম অবনতি আনয়নের জন্য এরুপ সন্ত্রাসীকে ব্যাবহার করা। সমস্যা হল এরকম এক সন্ত্রাসী যখন জামিনে সশরীরে বের হবার পর, কোন জনৈক মন্ত্রীর ভাগিনা কিংবা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা গাড়ি নিয়ে অপেক্ষা করেন আর বিরোধীদলের মহাসচিব এর জামিন যখন হয় না কোন এক সাক্ষহিন মিথ্যা মামলায় তখনইতো দানা বাধে মনে যে কালো রাজনীতিতে কলুষিত এই দেশ আর দেশের গনতন্ত্র। তবে উদ্দেশ্য যাই হোক না কেন আমাদের আশা এবং দাবী থাকবে যে এই সন্ত্রাসীকে ২৪ ঘণ্টার মধ্যে আবারো গ্রেফতার করে নাগরিক নিরাপত্তা বিধান করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।