আমাদের কথা খুঁজে নিন

   

এক পোস্টে সামুর বিজয় দিবস র‍্যালিঃ যারা যেতে পারেননি, তারা ভার্চুয়ালি ঘুরে যেতে পারেন

নতুন ঠিকানাঃ http://amarlekhoni.blogspot.com/ আজ ১৬ ডিসেম্বর। বিজয় দিবস। একটু পরেই দিনটি শেষ হয়ে যাবে। দিনটিকে স্মরণীয় রাখতে সামু আয়োজন করেছিল তার ব্লগারদের নিয়ে বিজয় র‍্যালী। অনেকে এসেছেন।

অনেকে আসতে পারেন নি। যারা আসতে পারেননি তাদের জন্য এই পোস্ট স্পেশাল। যারা এসেছিলেন তারা দেখতে পারেন তাদেরকে কেমন লেগেছিল আজ আজ সারাদিন অনেক ধকল গেলো। তবুও ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে কি থাকতে পারি? তবে এই পোস্টে ঢুকার আগে জার্নির প্রিপারেশন নিয়ে ঢুকবেন সকাল সাড়ে ৭ টায় কিছু পাগলা ব্লগার শাহবাগ চলে যান তারা জানান, ওখানে গিয়েই তারা প্রথমে মধুর ক্যান্টিনে পেটপুরে খেয়ে মধুদা কে স্যালুট করে যথাসময়ে যথাস্থানে ফিরত আসে। মধুদার পাশে কিছু ব্লগার তারপর সবার জাদুঘরের গেইটের সামনে দীর্ঘক্ষন অপেক্ষা।

অপেক্ষার প্রহর শেষ হয় না। ধীরে ধীরে আসতে থাকে ব্লগার রা। কিন্ত সামুর এই ব্লগার রা কি পুংটামি না করে ছাড়ে? চোর চোর চোর! অপেক্ষার ফাঁকে ফাঁকে হালকা পাতলা ফটোশুট সুন্দরই লাগছে, কি বলেন? অবশেষে এল দুই মধ্যমণি জানা এবং আরিল্ড! তাদেরকে পেয়ে কি আর ব্লগার রা বসে থাকে? লাইন ধরে দাড়ায়ে গেল ছবি তুলতে এই সেই লাইন! শুরু হলো র‍্যালির জন্য ছুটাছুটি। যার যা কিছু আছে, মানে ফেস্টুন টেস্টুন যা আছে তা নিয়ে ঝাপিয়ে পড়! কুইজঃইনি কে? এবং কি? ব্যানার ট্যানার নিয়ে সবাই মুটামুটি রেডি! র‍্যালি শুরুর প্রাক্বালে শুরু হলো র‍্যালি। রাজু ভাস্কর্যর পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা বিশ্রাম মাঝে একটু ফটুশুট মাঝখানে একটু গানবাজনা টিভি চ্যানেলের ক্যামেরার সামনে সবার ভাবজ্জজ্জ গোল চক্কর থেকে সবাই চলে গেল শহীদ মিনার।

সেখানেই বিজয় র‍্যালির শেষ। হালকা ফটুশুট। শহীদ মিনার থেকে সবাই এসে একত্রিত হল পাব্লিক লাইব্রেরীর সিঁড়িতে। অনেক হাঁটাহাঁটি করে অনেকের অবস্থা কাহিল কেউ কেউ চিন্তা করছে , এরপর কি হবে? এরপর আসলো ফুচকা। ফুচকা পর্বের পরে ব্লগ ডে নিয়ে কিছু আলোচনা হল।

তারপর বিদায়! আমার কাছে থাকা এই দিনের সেরা ছবি জানাপুর মেয়ে কিন্নরী ইয়াহু!!!আমরা জয়ী! ( ফটোক্রেডিটঃ জাহিদ ভাই ) আমার গল্পটি ফুরোলো নটে গাছটি মুরোলো **********************আপডেট রুশান অসুস্থ্য হওয়ায় আমরা র‍্যালি শেষে রুশানকে দেখতে গিয়েছিলাম। শিপু ভাইর কোলে রুশান। এত সুন্দর ছেলেটার টাকার অভাবে চিকিতসা হচ্ছে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।