ছোট মুখে বড় কথা বলতে নেই। কিন্তু কিছু না বললে নিজেকে কাপুরুষ মনে হয়, তাই বলি, চুপ করে থাকতে পারি না :( ৪০০ সাইট হ্যাক করার ‘কৃতিত্ব’ মুক্তিযুদ্ধে সকল শহীদের জন্য উৎসর্গ করা হয়েছে বলে ইমেইলে উল্লেখ করেছে গ্রে হ্যাট হ্যাকার্স। মহান বিজয় দিবসেই প্রায় ৪০০ পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স। কয়েকটি ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর ১৯৭১ তারিখে জেনারেল নিয়াজির আত্মসমর্পনের ছবি, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের ম্যাপযুক্ত জাতীয় পতাকা টানিয়ে দেয়া হয়েছে। কয়েকটি ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর ১৯৭১ তারিখে জেনারেল নিয়াজির আত্মসমর্পনের ছবি, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের ম্যাপযুক্ত পতাকা টানিয়ে দেয়া হয়েছে। বেশ কয়েকটি সাইটের হোম পেইজে ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত হ্যাকারদের পোস্ট করা বাণী দেখতে পাওয়া গেছে। “হ্যাকড বাই T1K1 T4K4 ; RoTating RoToR ; Cr4cK Br4iN ; Ablaze EVER” শিরোনামে ওই বাণীতে বলা হয়েছে- “শ্যাডো০০৮ কর্তৃক বাংলাদেশী সাইট হ্যাক করার প্রতিদান এটি।” গ্রে হ্যাট হ্যাকারদের কাছে পাঠানো এক বার্তায় পাকিস্তানি হ্যাকাররা পরাজয় মেনে নিয়ে, আর বাংলাদেশী সাইট হ্যাক করা হবে না বলে জানিয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, “Bd Grey Hat Hacker's won this war now stop defacing we left the war field”। সুত্রঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।