আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আজকের দুর্ভাগ্য কি গত ৪১ বছরের কলঙ্কের যোগফল নয় ?

.... আমি একটি অভিশপ্ত জাতির বংশধর বলছি । নিজের জন্মের সাথে, মা এর জঠোরের সাথে, বাবার আদর্শের সাথে, ভাইএর স্বপ্নের সাথে, বোনের রক্তের সাথে বেইমানি করা জারজ দের মজলিস তবলিগে সামিল হয়ে ধর্মব্যবসার জিকির করা আর তাদের ভোট দিয়ে সংসদে পাঠানো নাগরিক বলছি । সাগর সেঁচে মুক্ত শিকার করার মত একটি একটি করে বুদ্ধিজীবী রত্ন কে মধ্যরাতে "একটু কথা আছে স্যার" বলে দেকে নিয়ে চোখ বেঁধে ব্রাশ ফায়ার করা জল্লাদ দের রক্ষার জন্য প্রযুক্তির নিরাপত্তাবুহ্য সুকৌশলে ভেদ করা গর্বিত হ্যাকার বলছি। গ্যালারীতে "ম্যারি মি আফ্রিদি" প্ল্যাকার্ড নিয়ে নির্লজ্জ নষ্টামি করা নিমকহারাম প্রজন্মের আধুনিকা নিশিকন্যা বলছি । মা আর বোনের সম্ভ্রম লুন্ঠন কে চলচ্চিত্রে পাক সেনার সাথে প্রেমের উপাখ্যানে চিত্রিত করা মেধাবী পরিচালক বলছি ।

শহীদের সংখ্যা তিরিশ লক্ষ না তিন লক্ষ তা দিয়ে বিভ্রান্তি তে ভোগা অভাগা বলছি । নরকের কীট দের রক্ষায় দেশ বিদেশে লবিং করা ক্ষমতাধর দের ডাকা হরতালে "ওয়াও! ক্লাস টেস্ট তা তাহলে হচ্ছে না! চল, পার্টি করি" বলে নেচে ওঠা ইউনিভার্সিটি স্টুডেন্ট বলছি। কোমরের আধা হাত নিচে ছেড়া ফাটা জীনস এর প্যান্ট পরে স্পাইক করা চুলে হাত বুলিয়ে সীসা ফুকতে ফুকতে "ওহ! ডোন্ট টক এবাউট ওল্ড শিটস, আই হ্যাভ পাকি ফ্রেন্ডস, দে আর কুল ডিউড " কপচানো বাংলাদেশী পাসপোর্ট ধারী শিক্ষিত তরুণ বলছি। আমি ক্ষমতার লোভে জামায়াত এর পাশে বসে জনসভা করা আর তাদের সাথে জোট মহাজোট বাঁধা রাজনীতিক বলছি (সব দল অন্তর্ভুক্ত, ইতিহাস স্বাক্ষী) আমি সচেতনে অবচেতনে জালিম দের দাসত্ব বরণ করা প্রেতাত্মা বলছি । আমি আমার ঘাতক বলছি ... পুনশ্চ : আমরা কেউ কি অস্বীকার করতে পারি যে গত এতগুলো দশকে এই দেশ কে রাজাকার মুক্ত না করার পেছনে আমাদের প্রত্যেকের ই কিছুটা দায় আছে ? আমাদের কারো কি সন্দেহ থাকা উচিত যে আমরা একটি অভিশপ্ত জাতি ... ৭১ এর নৃশংসতাই সংক্রমিত হয়ে আজ স্বজাতির দেহ প্রকাশ্যে ছিন্নভিন্ন করে রাজপথে।

আমাদের আজকের দুর্ভাগ্য কি গত ৪১ বছরের কলঙ্কের যোগফল নয় ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।