আমাদের কথা খুঁজে নিন

   

কি যুগ আসলো রে..... ডাঙ্গার যান বিমানের আগে চলে !!!

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না চীন আগামী ২৬ শে ডিসেম্বর বেইজিং টু গুয়াং-জৌ [গুয়াংজু] রুটে হাই-স্পিড ট্রেন চালু করতে যাচ্ছে যার স্পিড ঘন্টায় ৩৫০কি.মি. তবে গড়ে ৩০০。 বেইজিং হতে ২,২৯৮ কি.মি. দূরের শহর গুয়াং-জৌ [গুয়াংজু] যেতে সময় লাগবে মাত্র ৮ ঘন্টারও কম। তয় ট্রেন ভাড়া বিমানের মতই, নিম্নতম ভাড়া 865 yuan বা ১১,৪১৮ টাকা। এটা ২য় শ্রণীর সিটের ভাড়া। চিন্তা করা যায় !!! ছবি এখানে ইস্ এইরম একটা ট্রেন যদি আমগোর দেশে থাকতো তাইলে ঢাকা থেকে ৯৬ কি.মি. দূরে আমার বাড়ি টাংগাইলে যেতে সময় লাগত ১৬ মিনিটের ইট্টুসখানি বেশি ! পোলাপানের আর কষ্ট কইরা মেসে কিংবা হলে থাইকা ক্লাস করা লাগত না, বাসায় মায়ের হাতের রান্না খাইয়া বিশ্ববিদ্যালয়ে যাইতো; চাকরিজীবি পুরুষরা এখন যেখানে বৃহস্পতিবার হইলেই দুই রাত-এক দিনের জন্য সোনা বৌ, অনঙ্গ বৌয়ের সান্নিধ্য পেতে ছুটে আসে সেখানে ইরম ৩৫০ কি.মি. একখান ট্রেন থাকলে বৌয়ের জাদুময়ী হাতের সুস্বাদু গরম ভাত খাইয়া নিত্যদিন সকালবেলা মতিঝিলে অফিসে যাইতে পারত !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।