সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।
যারা মুভি রিভিউ মনে করে এটা পড়তে চাইছেন তারা কিন্তু এটা পড়তে চাইলে ঠকবেন। কারণ এটা মুভি রিভিউ নয়। এই সিনেমাটা দেখে আমার ভালো লাগা মন্দলাগার সাতকাহন।
লালনের একটা গান আছে না- "তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না।
" আমারো মাঝে মাঝে নিজের মনের সাথে নিজের কথা চলে। নিজেকে প্রশ্ন করি উত্তর হয়তো সব সময়ে মেলে না। সাম্প্রতিক নানা রাজনৈতিক কাণ্ড-কারখানা দেখতে দেখতে, আবার কখনো কখনো বিশ্বযুদ্ধের উপর তৈরী ছবিগুলো দেখতে দেখতে মনে কতকগুলো প্রশ্ন জেগেছিল-
মিত্রপক্ষ লড়েছিল হিটলারের সঙ্গে। কিন্তু হিটলার লড়াই বাঁধিয়ে তুলেছিলেন ঘরে ও বাইরে । হয়তো সেটাই হিটলারের পতনের একটা মূল কারণ।
কিন্তু আমার প্রশ্ন হল- হিটলার ইহুদিদের প্রচণ্ড ঘৃণা করতেন। কিন্তু জার্মান জনগনও কি সবাই একই রকম ভাবে ইহুদিদের ঘৃণা করতেন ?
দ্বিতীয় প্রশ্নটাও অনেকটা একই রকম-অবশ্য সেটা জনগণের প্রসঙ্গ নয়। নাৎসি বাহিনীর সকলে কি নিষ্ঠুর ছিলেন ? জাতিগত সত্তায় অহংবোধ কি সকলেরই একই রকম ছিল ? ইহুদিদের মধ্যেও তো অনেক গুণী মানুষ ছিলেন। তাদের ভালো গুণগুলোও কি নাৎসি বাহিনীর কাউকেই কি আকৃষ্ট করতো না ?
নিজের মনে মনে এই প্রশ্নের উত্তর অনেকবার খুঁজেছি। একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ বাধে।
রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক ক্ষমতায় যারা থাকেন, সেখানে তাদের কথাটাই বড় কথা। আর আমরা সাধারণ মানুষরা একে অপরের শত্রু হয়ে উঠি। একে অপরের বিরুদ্ধে মনে বিদ্বেষের তীব্র বিষ পুষে রাখি। আসলে আমরা তো পুতুল নাচের পুতুল। আমাদের ইচ্ছার মূল্য কোথায় ? আমাদের যেমন নাচানো হয় আমরা তেমন করেই নাচি।
আমরা সবাই কি প্রতিবেশি দেশ বা জাতির উপরে এই যে অত্যাচার তা সত্যি সত্যি মন থেকে মেনে নিই ?
মনে মনে মানি না কিন্তু মানতে হয়তো বাধ্য হই। কারণ তা না হলে কপালে দেশদ্রোহীর তকমা জুটবে।
জার্মান জনগণও কি প্রত্যেকেই ইহুদিদের উপরে এই যে অত্যাচার তা মেনে নিয়েছিল ?
আমার এই দুটি প্রশ্নেরই উত্তর খুঁজে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে নির্মিত ছবি (সিনেমা/মুভি) The Piyanist (2012) এ।
কিছু পূর্বকথন:
বিশ্বযুদ্ধের উপরে কয়েকটা সিনেমা দেখার পরে আমার হঠৎ খেয়াল চাপলো বিশ্বযুদ্ধের উপরে নির্মিত সিনেমাগুলোকে সংগ্রহ করবো। নেট থেকে জোগাড়ের কাজে নেমে পড়লাম।
আমার ছাত্রদের কাছে এটা নিয়ে আলোচনাও করেছিলাম। আমার একছাত্র সেলিম হঠাৎ-ই আমাকে বললো -দাদা আপনি পিয়ানিস্ট দেখেছেন ? আমি দেখিনি জানাতেই সেলিম বললো-আপনাকে ওটা নেট থেকে নামাতে হবে না। আমার কাছে ওটা আছে। আমি সামনের সপ্তাহে যখন আপনার কাছে আসবো তখন সিনেমাটা নিয়ে আসবো। দেখবেন কী দারুণ সিনেমা।
সেলিম তার পরের সপ্তাহেই আমাকে দিয়েছিল। কিন্তু আমার আর নানা কারণে দেখা হয়ে ওঠেনি। কয়েক দিন মাত্র আগে সিনেমাটা দেখার অবকাশ পেলাম। আর আমার অনেকগুলো প্রশ্নের উত্তর যা এতদিন ধরে খুঁজছিলাম সেগুলোও পেয়ে গেলাম।
কেন এটাকে আমি এতটাই প্রামাণ্য বলে ধরছি ?
আসলে এই সিনেমাটা আধারিত হয়েছে একটি আত্মজীবনীমূলক লেখা থেকে।
Wladyslaw Szpilman এর The Pianist থেকে।
নায়ক জার্মানের অধিবাসী ছিলেন। পিয়ানো বাজাতেন দারুণ। এখানকার রেডিওতেও তার যথাযোগ্য মর্যাদা ছিল। কাহিনীর শুরু হযেছে এই রেডিও স্টেশন দিয়ে এবং সেখানে প্লেন আক্রমণের ঘটনা দিয়ে।
এই পিয়ানো বাজানোর সূত্রেই তিনি বেশ কিছু গুণমুগ্ধ জার্মান শ্রোতা পেয়েছিলেন। তাদেরই মধ্যে একজন তাঁর প্রেমে পড়েন। প্রেম এগোনোর আগেই শুরু হল ইহুদি নিধন এবং সেই উদ্দেশ্যে তাদেরকে সংরক্ষিত স্থানে নিয়ে
যাওয়া হতে লাগলো সেই জার্মান গুনমুগ্ধার সামনে দিয়েই। না সেই জার্মান মেয়েটির রাষ্ট্রযন্ত্রের সামনে কিছু বলার মতো সাহস ছিলনা।
তবে পরবর্তীতে সেই গুনমুগ্ধা ও তার সঙ্গী কয়েকজন এই মানুষটাকে জার্মান নাৎসি বাহিনীর কবল থেকে মুক্তির দিশা এনে দেয়।
আবার এটাও দেখতে পাই আর এক জার্মান মহিলার সামনে পড়ে গিয়ে ধরা পডে যাবার ভয়তে এই আস্তানা তাকে ত্যাগ করতে হচ্ছে।
অবশ্য আবার আশ্রয় জোটে সেই গুনমুগ্ধার আগে থেকে বলে দেওয়া আর এক পরিচিতের কাছে। যদিও তাদেরও প্রতি মুহূর্তে আশঙ্কা ছিল ধরা পড়ে যাওয়ার। তবুও তারা তাকে আশ্রয় দিয়েছিলেন।
এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে।
(নাৎসি বাহিনীর সকলে কি নিষ্ঠুর ছিলেন ?)
দ্বিতীয় আস্তানা থেকে বিতাড়িত হবার পর নায়ক খাদ্য ও আশ্রয় খুঁজতে লাগলেন ইহুদিদের পরিত্যক্ত ধ্বংস হওয়া বাড়িগুলোতে যেগুলোকে নাৎসি বাহিনী একেবারে শেষ করে দিয়েছিল। শেষপর্যন্ত একটি বাড়িতে তিনি একটি কৌটোবন্দী ফলের রস পেলেন। সেটাকে খুলে খেতে যাবেন এমন সময়ে সামনে দেখতে পেলেন এক নাৎসি Wehrmacht officer Wilm Hosenfeld কে। মুহূর্তে সমস্ত ক্ষুধা তৃষ্ণা উধাও হয়ে গেল । চোখের সামনে শুধু মৃত্যুর প্রতীক্ষা।
নাৎসি অফিসার বুঝতে পারলেন যে নায়ক ইহুদি। তা স্বত্তেও তিনি জানতে চাইলেন নায়ক কী করেন। নায়ক জানালেন তিনি শিল্পী। তিনি পিয়ানো বাজান। ওই বাড়িতে অন্যান্য অনুষঙ্গের সঙ্গে একটা পিয়ানোও ছিল।
ওই অফিসার তাঁকে পিয়ানো বাজাতে বললেন। প্রথমে ভয় তাঁকে গ্রাস করলেও বাজাতে বসে শিল্পী যেন নিজেকে ফিরে পেলেন। প্রিয় প্রেমিকা পিয়ানোর শরীরের যেন নায়কের হাত খেলা করে যেতে লাগলো। সুরের মূর্চ্ছনায় ভেসে গেল ধ্বংসপল্লী।
মুগ্ধ অফিসার ফিরে গেলেন তাকে কিছু খাবার দিয়ে।
তাকে এই বাড়িতেই লুকিয়ে থাকার পরামর্শও দিয়ে গেলেন। কারণ এটাতেই আপাতত এই দিককার নাৎসি অফিস। এখানে কোনো ইহুদি লুকিয়ে থাকার সাহস দেখাতে পারে এটা জার্মান দের কল্পনার বাইরে।
এখান থেকে চলে যাবার আগে ওই অফিসার তাকে পর্যাপ্ত খাদ্যও দিয়ে গেলেন।
সুতরাং আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি।
নাৎসি বাহিনীর সকলেই হয়তো এই অত্যাচারের পক্ষে ছিলেন না। হয়তো এই সংখ্যাটা সংখ্যায় অত্যন্ত কম।
যাই হোক কিছু তথ্যগত দিকে ফিরে আসি
Movie : The Pianist (2002)
Director: Roman Polanski
Writers: Wladyslaw Szpilman
Screenplay : Ronald Harwood
Stars: Adrien Brody, Thomas Kretschmann and Frank Finlay |
IMDb Ratings: 8.5/10
IMDb এর স্ক্রিনসট দিলাম তাতে এর তথ্যগত দিক আপনাদের বুঝতে সুবিধা হবে।
এখানে কিছু স্ক্রিনসট দিলাম এই সিনেমা থেকে
কাহিনীর শুরুতে জার্মানের স্টুডিওতে নায়ক Wladyslaw Szpilman
ইহুদি নিধনের সংরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার সময়ে নায়কের (Szpilman) সঙ্গে নায়িকা
পড়ে আছে ইহুদিদের মৃতদেহ
কী অপরাধ ছিল এদের ?????!!!!!!!!!!
ক্ষণিকের উল্লাস আর অনেক মৃত্যু
পরিত্যক্ত বাড়িতে খাবারের সন্ধানে
জার্মান অফিসার Wilm Hosenfeld কে পিয়ানো শোনাচ্ছেন Szpilman
জার্মান অফিসার Wilm Hosenfeld খাবার ও পোষাক এগিয়ে দিচ্ছেন Szpilman-কে
যদি মনে করেন এই সিনেমাটা আপনার সংগ্রহে রাখবেন কিম্বা দেখবেন তাহলে টরেন্ট থেকে ডাউনলোড করতে পারেন।
http://thepiratebay.se/torrent/5073188
অনেকে স্পিড কম হবার কারণে টরেন্ট থেকে ডাউনলোড করতে চান না ,তারা http://www.zbigz.com এর সাহায্যে ডাউনলোড করে নিতে পারেন।
কিভাবে এটা করতে হয় যদি না জানেন তবে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দেব।
***************************************************
***************************************************
সবাই ভালো থাকবেন।
রাগে থাকুন, রাগিয়ে রাখুন।
রঙে থাকুন, রাঙিয়ে রাখুন।
***************************************************
আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com
ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।