স্বাধীনতা কে আমি খুবই পছন্দ করি। স্বাধীনতা!
এই একটি শব্দের মাঝেই যেন অনেক অর্থ বিদ্যমান। ত্যাগ,কষ্ট,বিসর্জন,বেদনা এই সবকিছু নিয়েই স্বাধীনতা। স্বাধীনতা একটি জাতির জন্য বড় পাওয়া। যা আমরা বাঙালি জাতি হিসাবে অর্জন করেছি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।
বিজয়ের ৪১ বছর অতিক্রম করে আজ আমরা অবস্থান করছি বাংলাদেশ নামক এক জনবহুল স্বাধীন ভূখণ্ডে। স্বাধীনতা লাভের পর থেকে দীর্ঘ এ সময়ের মধ্যে আমাদের অর্জন যেমন আছে,
তেমনি আছে কিছু কলঙ্ক লেপনের দুঃসহ স্মৃতি। আমরা সব সময় গর্ববোধ করি, কারন আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, পেয়েছি নিজস্ব ভাষা আর লাল সবুজের পতাকা।
এই বুক ভরা আশা নিয়ে আমরা সোনার বাংলাদেশ গড়ার জন্য যতবারই সম্মুখে অগ্রসর হয়েছি, ততবারই বিভিন্ন প্রকার বাধা উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সোনার বাংলা গড়ার যে স্বপ্ন নিয়ে বীর বাঙালি ৭১এ পাক হানাদারদের উপর ঝাঁপিয়ে পরেছিল, বিজয়ের ৪১ বছর পরও সেই স্বপ্নের প্রতিফলন আজও আমরা দেখতে পাইনি।
ঐক্য যেখানে নিয়ে যাবার শর্ত, অনৈক্য সেখানে এসে বাসা বেঁধেছে। অনৈক্য, অনাচার আর অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক আমাদের জাতিকে পিছিয়ে রেখেছে। এত ছোট একটা দেশে এতগুলো দল! অথচ সব দলের মাঝে এতো সব দলাদলি!
কি অদ্ভুত আমাদের স্বদেশ। আজ যদি আমরা আমাদের উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলোর দিকে তাকাই,
দেখব,ছাত্র রাজনীতির নামে এক সহিংস রাজনীতি যা আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিস্থানগুলোকে বার বার কুলশিত করছে। আজ আমরা দুর্নীতি নামক কালো ছোবলের হাত থেকে রক্ষা পাই নি।
কিন্তু এই কি ছিল আমাদের স্বাধীনতার চেতনা? ত্রিশ লক্ষ শহীদের রক্তে সৃষ্ট বাংলাদেশ কি আজ এই ভাবে ধ্বংসের দিকে প্রবাহমান হবে?
আমার এই প্রশ্নের উত্তর হয়ত অনেকেই দিতে পারবে। কিন্তু জানিনা তাদের দেওয়া উত্তরগুলি কোন দিন বাস্তবায়ন হবে কিনা। আজ আমাদের ভয় হয়, আমাদের নতুন প্রজন্ম দেশপ্রেম কে তারা কিভাবে নিয়েছে? তারা হয়ত ভাবছে দেশপ্রেম মানে ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়া,১৫ই আগস্ট মানে ১দিনের শোক দিবস পালন আর ১৬ই ডিসেম্বর মানে বিজয় উৎসব পালন করা। কিন্তু দেশপ্রেম কি কোন বিশেষ দিবসের মাঝে সীমাবদ্ধ?
দেশপ্রেম এর এই চেতনা নিয়ে কখনই আমাদের উন্নয়ন সম্ভব নয়।
বহু ত্যাগ,রক্ত ও প্রাণের বিনিময়ে আমরা আমাদের এই সবুজ ভুমিকে স্বাধীন করেছি।
এই দেশ এই মাটি এই পতাকা- এইসব আমাদের একান্ত নিজের সম্পদ। এর মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের অত্যাবশ্যকীয় দায়িত্ব। এই চেতনা টুকু মেলে ধরতে হবে আমাদের নতুন প্রজম্নের কাছে। বিজয়ের আনন্দে আত্মহারা না হয়ে, বিজয় উদ্দেশ্য হাসিলে তৎপর হতে হবে আমাদের। এ দেশকে ভালবেসে সেই চেতনা লালন করতে হবে যে চেতনা একদিন ঘরে ঘরে মুক্তিযোদ্ধাদের জন্ম দিয়েছিল।
বিজয়ের মাসে এই মনোভাব টুকু আমাদের জেগে উঠুক, এমনটাই কামনা। তবেই হয়ত একদিন
আমরা দেখতে পাব বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা। এটাই হোক আমাদের প্রত্যাশা আর স্বপ্নের দিকে এগিয়ে যাবার নব সূচনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।