**তবুও কিছু কথা না বলাই থেকে যায়**
আমার ব্লগীয় জীবন আর কিছু কথাঃ
ব্লগে আমার পথ চলা একদম হুট করেই শুরু হয়েছিলো। সবার লেখা পড়তে পড়তে একদিন খুব ইচ্ছা হল একটা নিক নেই। যেইভাবে হুট করে চিন্তা করেছিলাম ঠি সেইভাবেই কোন কিছু না ভেবেই হুট করেই নিক নিয়ে ব্লগীয় জীবন শুরু করেছিলাম এখানকার নিয়ম কানুন বলতে কিছুই জানা ছিলোনা। প্রথম প্রথম কোন একটা লেখা পোস্ট করার পর খুব ভয়ে থাকতাম আমার লেখাকে সবাই কিভাবে গ্রহন করবে এই ভেবে! কারন ব্লগে লিখা শুরু করার আগে কোথাও কোন দিন কিছুই লিখিনাই। এমনকি দুই লাইনের কবিতাও লিখিনি।
কেমন যেন একটা জড়তা কাজ করতো। !!
যাই হোক একটা দুইটা লেখা পোস্ট করার পর সহ ব্লগারদের সমর্থন পেয়ে আরও আরও লিখা শুরু করে দিলাম। কেমন যেন এক ধরনের লেখার নেশা পেয়ে বসলো। এর জণ্য অবশ্য বাসায় বকা ঝকাও শুনতে হয়েছিলো। কিন্তু তারপরও কিছু একটার নেশা পেয়ে বসলে অত সহজে কি আর ছাড়া যায়!! তাই তো হাজার কিছুর মাঝেও টুকটাক লেখা চালিয়ে গিয়েছিলাম।
এবং হয়ত যতদিন এই নেশাটা কাজ করবে ততোদিনই লিখে যাবো !!
আমার একটা বাজে অভ্যাস হচ্ছে দুই দিন পর পরই প্রোফাইল পিকচার চেঞ্জ করা। যেটা ফেইসবুকেও করতাম। অবশ্য এখন এই অভ্যাসটা আর নেই। যাই হোক ব্লগে নতুন আসার পর কিছু বিকৃত রুচির মানুষজনের কাছে শুধু মাত্র এই প্রোফাইল পিকের কারনে ছাইয়া কিংবা লুল উপাধি পেয়েছিলাম। একেবারেই নতুন ছিলাম বলে ব্যাপারটাতে খুব বেশি কষ্ট পেয়ে সাথে সাথে কোন প্রতিবাদ না করেই প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছিলাম।
এখন শুধু মনে হয় কেন তখন গাধার মত এই ধরনের মানুষের প্রতিবাদ করলাম না!!! যাই হোক এই ভেবে ভালো লাগছে যে এসব মানুষদের হাজারও কথার পরও ব্লগে আজও আছি।
এই ভার্চুয়াল লাইফে কিছু সুন্দর মনের মানুষের সাথে পরিচয় হওয়াতে নিজেকে আসলেই অনেক বেশি সৌভাগ্যবান মনে হয়। এই মানুষজনদের বিপদে আপদে অনেক বেশি কাছে পেয়েছি। এবং ভালোবাসাও পেয়েছি যত টূকু আশা ছিলো তার চেয়েও বেশি। কারও কারও সাথে কথা বলতে গিয়ে হাসতে হাসতে মরে গিয়েছিলাম কিংবা কারও সাথে তুমুল ঝগড়া দেন কথা বলা বন্ধ,আবার কারও কারও সাথে মান অভিমান হয়ে পরে আবার সব ঠিক !! আসলেই পৃথিবীর সব মানুষের মন বরই বিচিত্র!!!
এই লাইফে আসার পর কম উপাধি পাইনি।
উপাধিগুলা না হয় নাই বা বললাম। আগে খারাপ লাগলেও এখন অবশ্য পুরোটাই ডোন্ট কেয়ার টাইপ হয়ে গেছি। যেই উলটা পালটা করে সোজা ব্লক মেরে সেইখানেই স্টপ করে দেই। কিন্তু কয়েকজনকে হাজার বার ব্লক করার কথা মনে আসলেও আজ পর্যন্ত ব্লক মারতে পারিনি। আর হয়ত কোনদিন পারবোও না।
এর কারনটা অজানা
বিদায় প্রসংগঃ
কখনই ভাবিনি ব্লগটাকে বিদায় দিতে হবে। হাজারও ব্যস্ততা পরীক্ষা কিংবা শত কাজের পরও ব্লগে একবার হলেও ঢূ মেরে যেতাম। দিনে একবার ব্লগে না আসলে দিনটাই অসহ্য মনে হত। না কারও উপর রাগ না অভিমান না কোন কিছুর জন্য ব্লগ টাকে বিদায় দিচ্ছি না ।
শুধু মাত্র একটা কারনেই এই ব্লগকে বিদায় জানাতে বাধ্য হয়েছি
আর সেই কারনটা হচ্ছে........................
কিভাবে বলবো বুঝতে পারছিনা.................
আচ্ছা বলেই দেই.............
আগামী ১৮ তারিখ ভেকেশন ট্যুর এ মালেশিয়া যাচ্ছি উইথ মাই ব্রাদার এন্ড সিস্টার
সো ১৫-২০ দিনের জন্য ব্লগে আর আসা হবে না কিংবা কোন মজার মজার লেখা পড়া হবে না কিংবা কারও সাথে কোন যোগাযোগ হবে না
ততোদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমারে কেও ভুইলা যাইয়েন না পিলিজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।