কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! স্বর্গীয় প্রেমের এক বৎসর পূর্তি হেলালের উদ্ভাসিত রাত্রে গীটার বাজিয়ে ; ঘনিষ্ঠ কবিতাগুলোর পংত্তিদের স্মরণ করে ; একটি স্যাম্পেন বোতলের দীর্ঘক্ষণ ঝাকাঝাকিতে ; দু’টি গ্লাসের চিয়ার্সে ; আগত স্বপ্নের অনাগত বাস্তবের প্রতীক্ষায় থেকে ; উদযাপিত হয় স্বর্গীয় প্রেমের এক বৎসর পূর্তি। ৭ই ডিসেম্বর,২০১২ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১৭৯/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।