আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই অধ্যাপক ট্রেনে ট্রেনে ভিক্ষা করছেন

স্বন্দেশ ৫২ বছর বয়সী অধ্যাপক সন্দীপ দেশাই। মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলোতে খুবই পরিচিত মুখ। ট্রেনে ভিড়ের মাঝে অর্থের জন্য মানুষের কাছে হাত পাতেন। উদ্দেশ্য একটাই, রাজস্থান ও মহারাষ্ট্রের অবহেলিত শিশুদের জন্য দাঁড় করাতে হবে ইংলিশ মিডিয়াম স্কুল। দেশাই এ কাজ দুই বছর ধরে করে চলেছেন এবং ৫০ লাখেরও বেশি টাকা তুলেছেন।

এগুলো স্কুল চালাতে ব্যয় করা হয়। আগামী মাসেই মহারাষ্ট্রের রত্নাগিরিতে তার হাতে এ ধরনের পঞ্চম স্কুলের ভিত্তি প্রস্তর হবে। ট্রেনের এক নিয়মিত যাত্রী রওনক মেহতা বলেন, “দেশাইয়ের কাছে অনেক নিউজপেপার কাটিং থাকে। এতে তার সম্পর্কে ইতিবাচক কথা যাত্রীদের সামনে উপস্থাপন করেন। আমি এই ট্রেনে দুই বছর ধরে যাতায়াত করছি এবং আমি দেশাইকে প্রতিদিনই দেখি।

যদি তিনি নিখাঁদ না হতেন তাহলে এভাবে প্রতিদিন আসতে পারতেন না। ভারতের বিপুল সংখ্যক শিশুই প্রাথমিক শিক্ষা নিতে পারছে না। আমাদের সামান্য সহায়তায় যদি এসব শিশু শিক্ষার মুখ দেখে তাহলে আমরা জাতি হিসেবে আরও বড় এবং ধন্য হবো। ” অধ্যাপক দেশাই বলেন, “আমাদের সংগঠনে অতি শিগগিরই আরও উপযুক্ত লোক নিয়োগ দেব। কারণ, আমাদের লক্ষ্য-উদ্দেশ্যের সাথে জনগণ একাত্মতা প্রকাশ করছে।

আমাদের পরিকল্পনা, প্রতিবছর একটা করে নতুন স্কুল প্রতিষ্ঠা করা। ” দিনে ১০০ রুপি উপার্জনকারী মহারাষ্ট্রের গাড়িচালক ধিরাজ দোংগারি বলেন, “আমার ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য প্রতিদিনই অর্থ সঞ্চয় করি। আমি কখনও স্বপ্নেও কল্পনা করি নি যে, আমার ছেলে-মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াব। কিন্তু অধ্যাপক দেশাই সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তার বদৌলতে আমার ছেলে-মেয়েরা আজ ইংলিশ মিডিয়ামে পড়ছে।

দেশাই আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। ” এ ব্যাপারে দেশাই বলেন, তার মিশন সফল করতে কাজ মাত্র শুরু হয়েছে। এখনও অনেক পথ বাকি আছে। অধ্যাপক দেশাই প্রতিদিনই ট্রেনে যাত্রীদের উদ্দেশে বলছেন, “গুড আফটারনুন। শিক্ষার জন্য হাত বাড়িয়ে দিন।

আমার নাম অধ্যাপক সন্দীপ দেশাই। আমি শ্লক পাবলিক ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। আমরা প্রত্যন্ত অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল চালাই। আপনাদের সবাইকে আমাদের মিশনে শামিল হতে আহ্বান জানাই। ” সূত্র: বিবার্তা টোয়েন্টিফোর ডটকম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।