গত ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত ACM-Icpc Asia Regional Contest এর প্রধান অতিথি ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হল।
উনি শুরুতেই বললেন না জেনে শুনে কোন মেয়েকে বিয়ে করা আর নির্বাচনে ভোট দেয়া একই ব্যাপার। সুতরাং ভোট যখন দিয়েছি ৫ বছর ক্ষমতায় থাকতে দিতে হবে ।
আমরা কি ভুলে কোন সরকার বিরোধী সমাবেশে যোগ দিয়ে ফেলেছি ,নিজেকে কিছুক্ষনের জন্য জামাত-শিবির,বিএনপি কর্মী মনে হল।
এরপর তিনি বললেন,"আপনারা দেশের ভবিষ্যত,আপনারা কেউ ডাক্তার হবেন,কেউবা ইন্জিনিয়ার"। এই কথা শুনার পর পর দেশের বিভিন্ন প্রকৌশল,প্রযুক্তি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা কম্পিউটার সায়েন্সের ছাত্র-ছাত্রীরা ভবিষ্যত ডাক্তার হওয়ার আনন্দে করতালি দেয়া শুরু করলেন। কিন্তু একি তালি দেয়া থামে না,তারা এতটাই আনন্দিত
প্রথমে ইনু সাহেব বুঝলেন না কি হচ্ছে,পরে যখন বুঝলেন তাকিয়ে থাকা ছাড়া তার কিছু করার ছিল না। প্রায় ৫ মিনিট ব্যাপী করতালী দিয়ে তথ্যমন্ত্রীর আশা কে স্বাগত জানানোর পর তিনি আবার শুরু করলেন। তিনি নাকি বুয়েটে পরেছেন,গুন্জন উটল তিনি নাকি বুয়েটের MBBS।
এই সব মানুষদের দিয়ে তথ্য-প্রযুকতির উন্নয়ন সম্ভব না সঠিক তথ্যের ১২টা বাজানো সম্ভব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।