আমাদের কথা খুঁজে নিন

   

এত সংবাদপত্র! সলিড খবরটার জন্য এত ঘাটাঘাটি করা সম্ভব?

এক আর একে দুই যে সত্য, শুধুই তোমার আশেপাশে!! বলতে পার না যে সত্য সৃষ্টির সবখানে!!! দেশ ও বিদেশের সকল সংবাদ জানার প্রধান মাধ্যম হলো সংবাদপত্র। কাগজে ছাপানো পত্রিকার পাশাপাশি অনলাইনেও পত্রিকাও আছে অনেক। কিন্তু বস্তুনিষ্ঠতা নিয়ে সন্দেহ থাকে সবারই। সঠিক খবরটা পেতে হলে যে অনেক বাস্তব ও ভার্চুয়াল পাতা উল্টাতে হবে। সম্ভব? যারা নিয়মিত কাগজে ছাপানো সংবাদপত্র পড়েন তাদেরকে শুধুমাত্র নির্দিষ্ট একটি/দুটি পত্রিকার সংবাদ জেনেই সন্তুষ্ট থাকতে হয়।

উল্লেখ্য একটি/দুটি সংবাদপত্রের পক্ষে সকল সংবাদ সংগ্রহ ও ছাপানো সম্ভব হয় না। তাই প্রায়ই গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা পাঠকদের অগোচরের ঘটে যায়। তাই পাঠককুলে প্রায়ই “সব না পাওয়ার” হতাশা বিরাজ করে। তাদের কন্ঠে শোনা যায় “আহা! সকল সংবাদ” যদি এক জায়গায় পাওয়া যেত। তাহলে কতই না ভালো হতো।

হ্যা সংবাদ পাঠকদের এ সমস্যা থেকে মুক্তি দিতে অনলাইন ঢাকা গাইড চালু করেছে “আজকের সংবাদপত্রের পাতা থেকে” নামক ব্যতিক্রমধর্মী একটি নিউজ পোর্টালের। দেশের প্রথম সারির সবগুলো পত্রিকার সিংহভাগ প্রধান সংবাদ, কলাম, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তি বিষয়ক সংবাদগুলো হেড লাইন, ছবি, সংক্ষিপ্ত বর্ণনা, পত্রিকার নাম ও লিংক সহ আলাদা আলাদা পাতায় ভোরের আলো উদয় হওয়ার আগেই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। শুধু তাই নয় সারাদিন ঘটে যাওয়া সকল আপডেট সংবাদগুলোও পাবেন এখানে। “আজকের সংবাদপত্রের পাতা থেকে” দেখতে এখানে ক্লিকান । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।