www.facebook.com/mahamudulhasan.9619 ভ্রমন করা, লেখালেখি করা, বিজ্ঞান ওয়েবসাইট দেখা, অনেক বই ও ম্যাগাজিন পড়ি এবং ওয়েবসাইট প্রোগ্রামিং করতে খুব পছন্দ করি।
কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা - চাঁদের মাটির নিচে কি আছে তা অনুসন্ধানের জন্য এক বছর ধরে চালানো সফল গবেষণার পর সেখানে পাঠানো দুটি ছোট স্বয়ংক্রিয় বৈজ্ঞানিক অনুসন্ধান মহাকাশযান ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে নাসা।
বৃহস্পতিবার নাসার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সোমবার মহাকাশযান দুটি ধ্বংস করা হবে।
গবেষণাগারের সুবিধা সম্পন্ন ওই দুটি যমজ মহাকর্ষ অনুসন্ধান যন্ত্র বা “গ্রাইল” (গ্র্যাভিটি রিকভারি এন্ড ইন্টেরিয়র ল্যাবরেটরি) মহাকাশযান সোমবার চাঁদের উত্তর মেরুর পার্বত্য এলাকায় আত্মঘাতী ঝাঁপ দেবে।
চাঁদে থাকা এ্যাপোলো ও অন্যান্য অভিযানের স্মারকগুলোর সব ধরনের ক্ষতি এড়াতেই এই আত্মঘাতী ঝাঁপের জন্য উত্তর মেরু অঞ্চলটি বেছে নেওয়া হয়েছে।
সোমবার আন্তর্জাতিক সময় ২২২৮ এর পর থেকে ২০ সেকেন্ডের মধ্যে যান্ত্রিক আত্মহত্যার এ ঘটনাটি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘটনাটি পৃথিবী থেকে দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে ডাকা এক সংবাদ সম্মেলনে গ্রাইল প্রকল্পের পরিচালক ডেভিড লেহম্যান বলেন, “মহাকাশযান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ”
এক বছর কাজ করার পর মহাকাশযান দুটির জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে। এটি এখন চন্দ্রপৃষ্ঠের মাত্র ৭ মাইল উপর দিয়ে ভ্রমণরত আছে।
মহাকাশযান দুটির প্রত্যেকটি একটি ছোট ওয়াশিং মেশিনের সমান।
গত একবছর ধরে যমজ এ যান দুটি চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরির জন্য উপগ্রহটির খুব কাছকাছি ঘুরপাক খেয়েছে।
শুক্রবার মহাকাশযান দুটি সব বৈজ্ঞানিক যন্ত্রপাতির কাজ বন্ধ করে দিয়ে আত্মহত্যার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করবে।
তথ্যসুএ: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।