বাঙলা কবিতা ........................ এসো, শহীদ দিবসে আজ লালরঙ মদ্য পান করি; আর আমাদের স্মরণে আসুক রক্তের কথা... মানুষের বিস্মৃতিকে ইতিহাস পরোয়া করে না; একদিন ঠিক ঠিক এই কথা রাষ্ট্র হয়ে যাবে— আমাদের নদীগুলি প্রবাহিত রক্তের যন্ত্রণা; তবু আজ আশীর্বাদ করি— রাজার সুখেই থাক, দীর্ঘায়ু হোক, তাদের মৃত্যুর পর তাদেরই সন্ততিগণ রাজ্য ফিরে পাক; আমরা সেই অভিষেক উৎসবেও যাবো, গিয়ে— রাতভর, নেচে-গেয়ে, মদ খেয়ে ফিরে আসবো আন্ধকার গুহার ভেতরে; কোনও আলো, বর্ণবিভা, কোনও উচ্ছ্বলতা আমাদের ঈর্ষা জাগাবে না— শুধু সেই উৎসবের পাদপদ্মে কাতর মিনতি: তারা যেন আমাদের নির্ভেজাল পানপাত্রে আইনের মাছি না পাঠান! আজ কেন? প্রতিদিনই আমদের শহীদ দিবস! এসো, প্রতিদিনই লালরঙ মদ্য পান করি; আর আমাদের স্মরণে আসুক রক্তের কথা... এই রক্ত আমাদেরই স্বজনের; বন্ধুদের রঙিন-উৎসবের আলোর মতো___ লাল! এত লাল! আমাকে উন্মাদ করে তোলে ........................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।