আমাদের কথা খুঁজে নিন

   

" channel 9" এর "পাওয়ার ভয়েস"- তরুন শিল্পীদের পদধ্বনি

৭/৮ বছর আগে হাবিব, মিলাদের আগমন আর বাংলা মিউজিক জগতে যেন বিপ্লব দেখা দিল। আগে যেখানে মাঠে, পথে-প্রান্তরে হিন্দি গানের জোয়ার ছিল, সেটায় যেন কিছুটা ভাটা পড়ল। এর পরে কনা, টুটুল, পথিক নবী, হৃদয় খান, আরেফিন রুমী, অর্ণব, মেহেরীন, মাহাদী, এলিটা সহ আর ও কিছু শিল্পী নানা সুরের, নানা ঢঙের গান গেয়ে সেই বিপ্লব কে যেন আর ও শক্ত ভিত দিল। বাংলার ব্যান্ড দল এলআরবি, নগর বাউল ( জেমস), মাইলস, সোলস(পার্থ), দলছুট (বাপ্পা মজুমদার) দের সাথে যুক্ত হল শিরোনামহীন, শূন্য, দুরবীন, আর্টসেল, ব্ল্যাক নামের নতুন প্রতিশ্রুতিশীল ব্যান্ড গুলো। ফলাফল ও আমরা দেখলাম হাতে নাতে।

পথে-প্রান্তরে এখন হিন্দি গানের চেয়ে বাংলা গানই এখন বেশী শোনা যায়। হিন্দী গানের সেই আগ্রাসন বর্তমানে অনেকটাই স্তিমিত। নব্বই দশকের শুরু থেকেই আমরা নানা ভাবে সংস্ক্রিতিক আগ্রাসনের শিকার। গান ছিল তার অন্যতম একটি মাধ্যম। কিন্তু বর্তমানে এই মাধ্যমটিতে আমরা ভালই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছি।

উপরের কথা গুলো আজ বলার একটি কারন নিশ্চয়ই আছে। বাসার অন্যদের কথা শুনে, "channel 9" এর মিউজিক ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম "পাওয়ার ভয়েস" এর ২/৩ টা এপিসোড দেখলাম। প্রথমিক বাচাই শেষে এখন স্টুডিও অডিশন পর্ব চলছে। এই পর্ব থেকে ৩২ জন কে বাচাই করা হবে মুল অনুষ্ঠানের জন্য, যেখান থেকে নির্বাচিত হবে "টপ টেন " । অবাক করার মত বিষয় হল এই অডিসান পর্বেই ছেলে-মেয়েরা এত ভাল গান গাইছে যে সত্যিই অসাধারন।

বিচারকরা ও অবাক, কাকে ফেলে কাকে রাখবে। নিজের হেঁড়ে গলার জন্যে কখন গান গাওয়ার সাহস হয়নি কিন্তু গান শুনেছি অনেক। শ্রোতা হিসেবে আমি ভীষণ আবিভুত। মনে হচ্ছে অনেক ভাল শিল্পী পাব আমরা এদের থেকে। লালন, বাউল, জ্যাজ, রক, ফিউশন কোনটা ওরা পারে না, সবই এত ভাল গাইছে যে ওদের জন্য লিখতে বসে নিজেকে ধন্য ভাবছি।

টিভি দেখা এখন প্রায়ই হয় না বলেই চলে। কিন্তু গত কয়টা দিন মন্ত্র মুগ্ধের মত টিভি'র সামনে বসে ছিলাম আর ওদের গান শুনলাম। কিছু সময়ের জন্য ভুলে ছিলাম, দেশের সংঘাত বা বিশ্বজিতদের কথা। এর আগেও প্রতি বছরই এমন "ট্যালেন্ট হান্ট" প্রোগ্রাম হয়েছে কিন্তু এমন কোয়ালিটিফুল শিল্পীদের ভিড় ছিলনা। এটা যেন ৭/৮ বছর আগে শুরু হওয়া মিউজিক বিপ্লবের ফসল।

এর মাঝে গানে সফটওয়ার ব্যবহার বা পুরনো গান রিমিক্স করা নিয়ে নানা সমালোচনা হয়েছে কিন্তু সব কিছু পার করে বাংলা গানের সুদিনই দেখতে পারছি। এখন আর সনি টিভি বা স্টার প্লাসের গানের প্রোগ্রাম দেখে উহু, আহা করতে হবে না, ভাবতে ভালই লাগছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।