আমাদের কথা খুঁজে নিন

   

হবু ব্লগার এবং বর্তমানের নতুন ব্লগারদের জন্য

জামাত-শিবির দূরে গিয়া মর! শুরুতেই বলে নিই, কোনরকম উপদেশ দেবার ইচ্ছা আমার নেই। আমিও নতুন ব্লগার, মাস পাচেক ধরে ব্লগিং করি। তবে নতুন ব্লগারদের জন্য কিছু লিখতে ইচ্ছা করছে। নতুন অবস্থায় অনেক সমস্যায় পড়তে হয়, অনেক কিছুই বোঝা যায় না। এই সমস্যাগুলোর ভেতর দিয়ে আমাকেও যেতে হয়েছে।

তাই নতুন ব্লগারদের জন্য এই পোষ্ট লিখছি, আশা করি তাদের কিছুটা হলেও হেল্প হবে। রেজিষ্ট্রেশনঃ যদি এখনও আপনি এই ব্লগে রেজিষ্ট্রেশন না করে থাকেন, তবে রেজিষ্ট্রেশন করুন। আপনি ইচ্ছা হলে নিজের নামে অথবা ছদ্মনামে ব্লগিং করতে পারেন। আপনার লগইন নেম দিন। বাংলায় নিক নেম দিন।

মূলত এই বাংলা নিকনেম দিয়েই ব্লগে আপনি পরিচিত হবেন। যেমন আমার বাংলায় নিক নেম “প্রিন্স হেক্টর”। আপনি চাইলে ইংরেজীতেও নিক নিতে পারেন, তবে আমি রেকমেন্ড করবো নিকটা বাংলায় নিতে। বাংলা লেখার জন্য অভ্র ব্যবহার করুন । বাংলায় লিখতে গিয়ে সাবধানে লিখুন, বানান ভূল হলে শুধরাতে অনেক ঝামেলা।

বিজয় কি-বোর্ড লেআউটে লিখুন। শুদ্ধভাবে সাবধানে নিক লিখে বাকি এন্ট্রি পূরন করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। তারপর ইমেইল কনফার্ম করুন। বাড়তি কথাঃ আপনি যদি ছদ্মনামে বা নাম গোপন করে ব্লগিং করতে চান তবে লগইন নেম এ নাম দিবেন না। ভালো হয় যদি নিকের সাথে মিলিয়ে লগইন নেম দেন।

যেমন আমার নিক “প্রিন্স হেক্টর ” নিকের সাথে মিলিয়ে লগইন নেম “hkhector”। মেয়েদের বলব আপনারা নিজের নামে/ ছদ্মনামে নাকি নাম গোপন করে ব্লগিং করবেন, সেটা সম্পূর্নই আপনাদের বিষয়। তবে আমি রেকমেন্ড করবো নাম গোপন করে/ছদ্মনামে রেজিষ্ট্রেশন করতে। কারন এই ব্লগে কিছু ব্লগার নামের কলঙ্ক আছে যারা সবসময় নারী ব্লগারদের পেছনে লেগে থাকে, অযথা ঝগড়া করে, বিব্রত করে। তবে আপনি কিভাবে ব্লগিং করবেন সেটা আপনার নিজের ব্যাপার।

প্রোপিকঃ আপনার ব্লগের সুন্দর, রুচিশীল ও আকর্ষনীয় একটা প্রোপিক (প্রোফাইল পিকচার) দিন। একটা ভালো প্রোপিক আপনার ব্লগের পাঠক বাড়াতে সাহায্য করবে। যেভাবে দ্রুত “জেনারেল” হবেনঃ এই ব্লগে রেজিষ্ট্রেশন করার সাথে সাথেই আপনি একজন ব্লগার। আপনার ব্লগার ষ্ট্যাটাস হবে “ওয়াচ”। ওয়াচে থাকাকালীন অবস্থায় আপনি অন্যের পোষ্টে কমেন্ট করতে পারবেন না, আপনার কোন লেখা প্রথমপাতায়ও যাবে না।

যদিও সাতদিনের কথা বলা হয়ে থাকে, তারপরও “জেনারেল” ষ্ট্যাটাস পেতে সাতদিনের বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। ফ্লাডিং ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। দ্রুত প্রমোশন পেতে ভালো ভালো লেখা দিন। তবে একদিনে একটার বেশি লেখা না দিলেই ভাল। অন্যের পোষ্ট পড়ুন, প্রচুর পরিমানে পোষ্ট পড়তে থাকুন।

যত পড়বেন তত ব্লগিং ব্যাপারটা আয়ত্তে আসবে। আপনার পছন্দের বিষয়ে পোষ্ট পেতে “সার্চ” অপশন ব্যবহান করুন। পেজের উপরের দিকে মাঝামাঝি জায়গায় “সার্চ” অপশন আছে, এখান থেকে ব্লগার ও বিষয় সার্চ করতে পারবেন। ব্লগ সংক্রান্ত সাহায্য ও সাধারণ প্রশ্নোত্তর কি পোষ্ট দিবো? কি পোষ্ট দিবেন সেটা আপনার ব্যাপার। গল্প, উপন্যাস, কবিতা, রম্য, আর্ট সহ আপনার যা ভালো লাগে তাই লিখবেন।

তবে অশ্লীল, আক্রমনাত্মক, ধর্ম, রাষ্ট্র ও স্বাধীনতা বিরোধী কিছু লিখবেন না। অন্যের লেখা চুরি/কপি করে দিবেন না। এক্ষেত্রে ব্লগের রুলটা পড়ে দেখতে পারেন । একই পোষ্ট বারবার দিবেন না, রিপোষ্ট করবেন না। প্রাপ্ত বয়স্কদের জন্য কোন পোষ্ট (অশ্লীলতা ব্যতিত) দিলে, শিরোনামেই “১৮+” বা “প্রাপ্ত বয়স্কদের জন্য” লিখে দিবেন।

পোষ্ট যে কেউ পড়েই না? আপনি ওয়াচে থাকার সময় পোষ্ট দিলে সেটা প্রথম পাতায় যাবে না, তাই পোষ্টে ভিজিটর পাবেন না। তাই আপনার ব্লগের নামেই একটা নতুন ফেসবুক একাউন্ট খুলুন, একই প্রোপিক দিন। এই একাউন্ট শুধুমাত্র ব্লগারদের জন্য রাখুন। আপনি চাইলে আপনার পার্সোনাল ফেসবুকেও ব্লগারদের সাথে কানেক্ট করতে পারেন। আপনার বিবেচনা।

ভালো হয় যদি নতুন ফেসবুক একাউন্টে বাংলায় নাম দেন। বাংলা লেখার জন্য অভ্র ব্যবহার করুন । প্রথম দিকে ব্লগারদের খুজে পেতে সমস্যা হতে পারে। তাই চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েষ্ট দিতে পারেন, আমি অন্য ব্লগারদের সাজেষ্ট করে দেবো। এছাড়া আপনি ব্লগার গ্রুপগুলোতে জয়েন করুন।

এখানেও অনেক ব্লগারদের পাবেন। সামহোয়্যার ইনের অফিসিয়াল কোন ফেসবুক গ্রুপ নেই। তবে এই তিনটা গ্রুপে সামুর ব্লগাররা থাকেন। এই গ্রুপ গুলোতে আপনার পোষ্টের লিংক শেয়ার করুন। ফলে অনেকেই আপনার পোষ্টে পড়তে আসবে।

তেমনি আপনিও এই গ্রুপ গুলো থেকে ভালো ভালো পোষ্টের সন্ধান পাবেন। ১) আমরা ব্লগার ২) সামহোয়্যার ইন...ব্লগ (বাঁধ ভাঙ্গার আওয়াজ) ৩) Some where in blog # বাঁধ ভাঙার আওয়াজ কমেন্ট করাঃ আপনি “জেনারেল” বা “সেফ” ষ্ট্যাটাস পেলে অন্যের পোষ্টে কমেন্ট করতে পারবেন। রুচিশীল কমেন্ট করুন। গালাগালি বা ঝগড়াতে জড়াবেন না। পুরো পোষ্ট না পড়ে কখনো কমেন্ট করবেন না।

অন্যের পোষ্টে যত বেশি কমেন্ট করবেন, তত বেশি ব্লগারদের নজরে পড়বেন। তবে কমেন্টে কখনো আপনার পোষ্টের লিংক দিয়ে বেড়াবেন না। এটা সবাইকে বিরক্ত করে। ফেসবুকেও কোন ব্লগার বন্ধুকে ঘন ঘন পোষ্টের লিংক ইনবক্স করবেন না। তবে সিম্পলি আপনার পোষ্টে ঘুরে যাবার অনুরোধ করতে পারেন।

আপনার পোষ্টে কেউ কমেন্ট করলে সেই কমেন্টের উপরে ডানপাশে ব্লক করার অপশন আছে। কমেন্ট মুছে ফেলার অপশনও আছে। বাজে কমেন্ট মুছে দিতে পারেন। আর আপনি কোন কমেন্টকে রিপোর্টও করতে পারেন। রিপোর্ট করলে মডারেটর সেই ব্লগারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

তবে আপনি অকারনে রিপোর্ট করলে উল্টো আপনাকে শাস্তির আওতায় পড়তে হতে পারে। সাবধানতাঃ ব্লগে কিছু মানুষ আছে, যারা সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায়, এই রকম পোষ্ট লেখ কেন? এই করো... সেই করো..... ইত্যাদি। এদের কথায় কান দিবেন না। আপনি আপনার টাকায় ইন্টারনেট চালান, ব্লগিং করেন। নিজের যেভাবে খুশি সেভাবে ব্লগিং করবেন।

অন্যের মন মত ব্লগিং করার দরকার নেই। শক্ত ভাবে এদের ট্যাকল দিন, বেশি ঝামেলা করলে ব্লক করে দিন। এই ব্লগে নারী ব্লগারগন প্রায়ই ঝামেলায় পড়েন। তাদের পিছনে অযথাই অনেকে আঠার মত লেগে থাকে, ঝামেলা করে, ঝগড়া করে, এমনকি অনেক ব্লগার নামের কলঙ্ক প্রায়ই নারী ব্লগারদের উত্যক্ত করে, তাদের অনুমতি ছাড়াই তাদের নামে কবিতা লিখে, পোষ্ট দেয়। এইসব পোষ্ট ব্যাক্তি আক্রমনাত্মক পোষ্টের আওতায় পড়ে।

তাই কোন নারী ব্লগার এমন সমস্যায় পড়লে ঐ পোষ্ট রিপোর্ট করুন, কেউ আপনাকে উত্যক্ত করলে তাকে ব্লক করুন, তার নামে রিপোর্ট করুন। ব্লগের এডমিন জানাকে বিস্তারিত জানিয়ে মেইল করতে পারেন। আর আমরা তো আছিই। যে কোন সমস্যায় নক করবেন, নক করতে যত দেরী, হাজির হতে দেরী করবো না, প্রমিস। যে কোন সমস্যায় সামু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেনঃ ১) (ব্লগ এডমিন 'জানা'র মেইল) ২) ফিডব্যাক অপশন ব্লগীয় কিছু শব্দের অর্থঃ সামহোয়্যার ইন ব্লগের কিছু আলাদা শব্দ আছে।

প্রথম প্রথম এগুলো অনেকেই বুঝতে পারেন না। নিচে কিছু উদাহরন দেয়া হল। ১) সামু --> সামহোয়্যারইন ব্লগ এর সংক্ষিপ্ত নাম। ২) মডু --> মডারেটর। ৩) ছাগু --> শিবির কর্মী ও সমর্থক এবং জামাত কর্মী ও সমর্থকদের বোঝাতে ছাগু শব্দ ব্যবহৃত হয়।

৪) ভাদা --> ভারতের দালাল। ৫) পাদা --> পাকিস্তানের দালাল। ৬) ছাইয়া --> যে পুরুষ ব্লগার নারী নিকে ব্লগিং করে। ৭) নতুন বউ --> নতুন ব্লগার। ৮) লুল --> নারীদের ব্লগে যারা লাফালাফি করেন, অর্থ্যাৎ নারী দেখলে যার লুল (লালা) পড়ে।

৯) সুশীল/চুশীল --> যারা অতিরিক্ত ভদ্র সাজতে যান, আপনি কখনো কোন ঝামেলায় পড়লে এদের কাছ থেকে কোন হেল্প পাবেন না। এরা ঝামেলা এড়িয়ে চলে এবং স্বার্থপর হয়। ১০) গিয়ানী --> সবকিছুতেই যিনি উপদেশ ও জ্ঞান ঝাড়তে আসেন। ১১) হা হা প গে --> হাসতে হাসতে পড়ে গেলাম। ১২) হা হা লু খু গে --> হাসতে হাসতে লুঙ্গি খুলে গেছে।

১৩) মশা --> ব্লগের যেখানে সেখানে যে ঝাগড়া লাগানোর চেষ্টা করে। ১৪) মাল্টি --> একই ব্যাক্তির একাধিক ব্লগ। ১৫) ডি/এল --> ডাউনলোড। ১৬) টেকি --> টেকনোলজি। ১৭) ধইন্যা/ধইন্যাপাতা --> ধন্যবাদ।

১৮) ত্যানা প্যাচানো --> একই কথা বার বার ঘুরিয়ে ফিরিয়ে বলা। ১৯) লুতু-পুতু --> আহ্লাদী/নৈকুলী। ২০) মাথার উপ্রে দিয়া গেল/এ্যান্টেনা ঝির ঝির --> কিছুই বুঝতে না পারা। ২১) তালগাছ/তালগাছ আমার --> যাকে কিছুই বোঝানো যায় না, শত বোঝালেও যে নিজের মতেই অনড় থাকে। বিঃদ্রঃ অনেকেই যারা আগে কখনো ব্লগিং করেননি, তারা ব্লগ আর ফেসবুকের পার্থক্য বুঝতে পারেন না।

তাই ব্লগে ফেসবুক ষ্টাটাসের মত দুই-এক লাইনের পোষ্ট দেন, কিংবা দিনে দশ বারোটা পোষ্ট করেন। কিন্তু ব্লগ ব্যাপারটা ফেসবুক থেকে আলাদা। ঘন ঘন পোষ্ট না দেয়াই ভালো, দিনে সর্বচ্চো একটা পোষ্ট দেয়াই ভালো। আর দুই এক লাইনের পোষ্ট করলে প্রায় সব ব্লগারই বিরক্ত হয়। আরেক বিষয় হচ্ছে, এই প্লাটফর্মটি আসলে কমিউনিটি ব্লগ প্লাটফর্ম।

এর সাথে ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট বা ব্লগারস এর মত পাসোর্নাল ব্লগ প্লাটফর্মের বিস্তর ফারাক আছে। আপনার লেখা সকলেই পড়বে এবং এটাই কমিউনিটি ব্লগের বৈশিষ্ট্য। তাই এসব ব্যাপার মাথায় রেখে ব্লগিং করা উচিৎ। স্ক্রীনশটঃ অনেক সময় আপনাকে কটুক্তি করে করা মন্তব্য বা পোষ্টের স্ক্রীনশট নিতে হয়। দ্রুত ও সহজে স্ক্রীনশট নিতে মাত্র আড়াই মেগাবাইটের “লাইটশট ” সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

ছবি যোগ করাঃ সামু ব্লগের পোষ্টে ও কমেন্টে ছবি দিতে সামুর নিজস্ব আপলোডার আছে। তবে আমি রেকমেন্ড করব এই আপলোডার ব্যবহার না করতে। কারন সামুর ছবি আপলোডের ক্ষেত্রে নির্দিষ্ট লিমিট আছে। আপনি লিমিট ক্রস করলে আর ছবি আপলোড করতে পারবেন না। তাছাড়া, সামুতে আপলোড করা ছবির রেজোল্যুশনও তেমন ভালো হয় না।

তাই ছবি আপলোড করতে “ইমেজশ্যাক ” সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এছাড়া সবচেয়ে সহজ উপায় ফেসবুকে ছবি আপলোড করা। এইসব জায়গায় ছবি আপলোড করে ছবির ডাইরেক্ট লিংক (ডাইরেক্ট লিংক হচ্ছে যেই লিংকের শেষে .jpg, .gif ইত্যাদি ফরমেট থাকে) যেমন একটি স্যাম্পল ডাইরেক্ট লিংকঃ http://www.samplelink.com/picture.jpg ছবি হিসেবে যোগ করতে এই লিংকের আগে “[ img|” এবং শেষে “]” যোগ করুন। ফলে লিংকটি হবে [ img|www.samplelink.com/picture.jpg ] (কোন স্পেস হবে না) পোষ্টে, কমেন্টে, কমেন্ট এর রিপ্লাইয়ে এইভাবে লিংক দিলে লিংকে থাকা ছবিটি ফটো হিসেবেই শো করবে। ইমোঃ সামুতে অনেক সুন্দর সুন্দর ইমোটিকন আছে।

তারপরেও কমেন্টে এবং কমেন্টের রিপ্লাইয়ের জন্য বিশেষ বিশেষ কিছু ইমো পাবেন “গুল্লি ডট কম ” এ। এখান থেকে পছন্দ মত ইমোটিকনটির sw কোড কপি করে কমেন্টে বা রিপ্লাইয়ে দিন। ব্লগিং হোক সুন্দর ও পরিচ্ছন্ন। যে কোন সমস্যায় আমাকে জানাতে পারেন। আমি সাধ্যমত সাহায্য করবো।

উৎসর্গঃ সকল নতুন বউদের এবং যারা ব্লগার হতে যাচ্ছেন তাদের। *** সফটওয়্যার গুলো কমপ্রেসড করা। "রার" ও "সেভেনজিপ" ফরমেট থেকে এক্সট্রাক্ট করতে উইন রার বা সেভেনজিপ ব্যবহার করুন*** ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।