সস্যারের কথা আমি একজন প্রন্তিক বাঙালী, বাংলাদেশ কিংবা বাঙালীর ভাল মন্দ সব কিছুই আমাকে আন্দলিত করে। কত কয়েক মাস ধরে প্রাচীন সভ্যতার ইতিহাস জানার চেষ্টা করছি। যতই জানছি একজন বাঙালী হিসেবে গরিমা ততই বাড়ছে। ব্যাবিলনের সভতার পর পরই গুটি কয়েক জনপদ যারা সভ্যতা এবং বিঙ্ঞানের প্রয়োগ শিখেছে তার মধ্যে বর্তমান বাংলা। জীশু খ্রিষ্টের জন্মের ও ২৫৭ বছর আগে বাংলা ভাষা পরিপূর্নতা পেয়েছিল। অর্থাৎ এক কথায় আমরা পৃথিবীর যে কোন জাতির চেয়ে মর্যাদায় কম না; সভ্যতায় অগ্রজ।সেই জাতি আজ রক্তে রাজনিতি খুজে কেমন করে? হত্যা কেন খেলা হয়? তরুন সমাজ কেন সেই খেলায় করতালি দেয়? আমরা কি মন ভরে এই সব মানুষ কে ঘৃনা করতে পারি না ? বিশ্বজিৎ এর রক্ত কি সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে না ? এমন নিষ্পাপ মৃত্যু ও কি আমাদের সামাজিক সভ্য মানুষ বানাতে পারে না ?? আর কত দিন আমরা রাজনৈতিক জীব হয়ে পশুর মত একে অপরকে মারবো এবং মরবো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।