আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের পুনরাবৃত্তি বোধহয় একেই বলে : ১৯৭৪-৭৫ যেন ২০১১-১২ তে ফিরে এসেছে

Nothing Especial.... ১৯৭২ সনের জানুয়ারী মাস। পৃথিবী দেখল সাহসী, জয়ী ত্যাগী এক নেতা বঙ্গবন্ধুর বন্দীত্ব দশা থেকে জয়ী বেশে নিজ জনতার মাঝে ফিরে আসা আর নতুন করে জন্ম নেয়া একটি দেশ বাংলাদেশ আর একটি জাতি বাংগালী। বাংগালীর অবিসংবদিত নেতা বঙ্গবন্ধু নির্বাচিত হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী রুপে। প্রতিটি বাঙ্গালী মনে তখর বঙ্গবন্ধু নামে শুধুমাত্র একজন নেতাই বিদ্যমান। ১৯৭৪ সন, দেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

একমাঝে দেখা দিলো র্দুঃভিক্ষ। শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে খাবার না পেয়ে মারা গেল লক্ষ লক্ষ মানুষ। বঙ্গবন্ধু নিজেকে অসহায় অনুভব করতে লাগলেন। যাকে যা দায়িত্ব দিচ্ছেন সবাই বেঈমানী করছে। ইচ্ছেমত লুটপাট আর চুরি করে দেশের পরিস্থিতিকে ঘোলাটে করে তুলছে।

এর মাঝে স্বাধীনতার বিপক্ষ শক্তি আন ইঙ্গ মার্কিন চক্রান্ততো তো চলছেই। যে জনতা তার প্রতি পুরোপুরি অনুগত ছিলো তাদের মাঝ থেকেই জন্ম নিয়েছে জাসদ নামের বিরোধী গ্রুপ যারা তার সরকারের বিরুদ্ধ গোপন আন্দোলন গড়ে তুলছে। বঙ্গবন্ধু বড় অসহায় বোধ করছেন। মানুষকে বিশ্বাস করার সহজাত প্রবৃত্তি আর মানুষের জন্য কাজ করে যাওয়ার যে উদ্দীপণা তাকে জয়ী করেছিল তা দিয়ে তিনি দেশকে সঠিকভাবে চালাতে পারছেন না। বড় বেশী অসহায় লাগছে বঙ্গবন্ধুর আজ নিজেকে।

আগেও তিনি জয়ী হয়েছেন মানুষের জন্য তাই এবারও তিনি জয়ী হবেন দৃঢ় বিশ্বাস তার। আর তাই নিজের দল আর আশেপাশে যারা আছে তাদের উপর ভরসা করাই উত্তম বলে সিদ্ধান্ত নিলেন। আর সিদ্ধান্ত নিলেন যত কিছুই হোক নিজের দলের কর্মীদের সবসময় সার্পোট করে যাবেন এই সিদ্ধান্ত নিলেন। ১‌৯৭৫ সাল, বঙ্গবন্ধু আরো বেশী ত্যাক্ত বিরক্ত দেশের মানুষের উপর। উনি প্রতিদিন ওনার আশেপাশের বুদ্ধিজীবী, নেতা কর্মী আর সংবাদ মাধ্যমে দেখছেন দেশের পরিস্থিতি ভালো হচ্ছে।

কৃষকদের জন্য সার, বীজের বরাদ্দ বাড়ছে, নতুন নতুন কলকারখানার স্থাপনা বাড়ছে, নেতানেত্রীদের অবস্থা ভাল হচ্ছে, বিদ্রোহ কঠোর হাতে দমন করা হচ্ছে। আর দেশের প্রকৃত উন্নতি হচ্ছে বলেই ইঙ্গ মার্কিন সংবাদ সংস্থা সবসময় প্র্রোপাগান্ডা চালাচ্ছে তার সরকারের উপরে। তার দলের বিরুদ্ধে, তার কর্মীদের বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে সবই চক্রান্ত। তার এই কর্মীরাই তার অবর্তমানে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এরা কি কোন অপরাধ করতে পারে? এই প্রোপাগান্ডা বন্ধ করা দরকার আর তাই সিদ্ধান্ত নিলেন ৪টি বাদে সব পত্রিকা নিষিদ্ধ করার।

আর তিনি অনুভব করলেন, নিজের অবস্থান আর দলকে আরো শক্ত অবস্থানকে শক্ত করা দরকার। আর তাই গড়ে তুললেন বাকশাল। “বাংলাদেশের উন্নয়ন কেবল মাত্র আমার দ্বারাই সম্ভব” মনে মনে ভাবলেন বঙ্গবন্ধু। শুধুমাত্র আমার নেতৃত্বই পারবে সোনার বাংলা গড়ে তুলতে। তাই সবাই আসতে হবে আমার অধীনে আর সব অনাগত নেতৃত্বকে রুখে দিতে হবে।

১৫ই আগষ্ট, ১৯৭৫ সব শেষ; বঙ্গবন্ধু নিহত হলেন এক সুগভীর চক্রান্তে। এতকাল যারা তাকে সঙ্গ দিয়েছেন, তার কাছ থেকে সুবিধা নিয়েছেন সবাই আখের গুছিয়ে, বর্ণ পরিবর্তন করে বেমালুম ভুলে গেলেন নেতা বঙ্গবন্ধুকে। শুধু একজন মনে রাখলেন বঙ্গবন্ধুকে, সে একজন ছিলেন শেখ হাসিনা। ২০০৯ সাল, নতুন সংসদে নতুন নির্বাচিত শেখ হাসিনার সরকার, ক্ষমতায় এসেছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। ২০০৮ সালের অন্তবর্তীকালীন সরকারের স্মৃতিকে মনে রেখে শেখ হাসিনা নিয়ে এসেছেন এক ঝাঁক নতুন নেতৃত্ব।

আজ পরম তৃপ্ত শেখ হাসিনা। এইসব নতুন মুখকে তিনি সুযোগ দিয়েছেন যা তারা নিজ যোগ্যতায় কোন দিনও পেতো না, এরা তাকে কখনো প্রতিদ্বন্দীতার মুখে ফেলবে না এটা তার দৃঢ় বিশ্বাস। আওয়ামী লীগ যে শেখ পরিবার ছাড়া অস্তত্বহীন তা হাসিনা ভাল করেই জানেন আর তাই নিজের ছেলে জয়কে গড়ে তুলছেন যাতে সে ভবিষ্যত নেতৃত্ব হাতে নিতে পারে। নতুন এই মন্ত্রীদের যাতে ভালভাবে চালাতে পারেন তাই তিনি নিয়োগ দিয়েছেন নতুন উপদেষ্টাদের। ২০১০ সাল, চমৎকার সময় কাটছে।

দেশে সবই শেখ হাসিনার কথায় চলছে। জনগণ কেউ কোন কথা বলছে না। বিরোধী দল কোন কথা বললে আওয়াজ তুললেই তার মন্ত্রী আর দলের সদস্যরা কথা আর মারের চোটে সোজা করে দিচ্ছেন। আমার এই ক্ষমতা একছত্র, আমিই বাংলাদেশের উন্নতির জন্য একমাত্র যোগ্য নেতা। কেউ যদি দেশকে এগিয়ে দিতে পারে তবে সে আমি, মনে মনে ভাবলেন শেখ হাসিনা।

আমার দলের সদস্যদের রক্ষার দায়িত্বতো আমার। ছোট্ট ছোট্ট ভুল এরা করবেই, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। যত খারাপই তারা করুক দলকে দলের কর্মী আর নেতাদের জন্য সবকিছু করতে হবে। আমার দলই দেশের জনগণ আমার এই দল দেশের উন্নতির জন্যই সবকিছু করছে, তাই দলকে সবসময় সর্মথন দিয়ে যাবো। আর যা লেখা হচ্ছে যা বলা হচ্ছে তা সব জামায়াতী, বিএনপির চক্রান্ত।

২০১১ সাল, শেখ হাসিনা অসাধারণ সময় কাটাচ্ছেন। একছত্র নেত্রী তিনি। বাংলাদেশের উন্নতির রুপকার তিনি। অর্থমন্ত্রী বলেছেন দেশের ভবিষ্যত কখনো এতো ভালো ছিলো না। তিনি নিজে দেখেছেন আলোচনা করেছেন তার উপদেষ্টাদের সাথে এইভাবে দেশ এগিয়ে চললে ২০২১ সালে দেশে কোন দারিদ্র্র থাকবে না।

সোনার বাংলা গড়তে আর কি চাই। দরবেশের সাথে কাল কথা হলো। শেয়ার বাজারের ব্যাপারে জিজ্ঞেস করাতে দরবেশ বললো শেয়ার বাজার থেকে যে টাকা সরানো হয়েছে সে টাকা দিয়ে দরবেশ ও তার দল নতুন বিনিয়োগ করবে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর যারা সাধারণ বিনিয়োগকারী তারা তো লাভ পেলে নিজের জন্য ব্যয় করতো। যদি সামান্য নিয়ম ভাঙায় সবার ভাল হয় তাতে কি এমন ক্ষতি? “বিশ্বব্যাংক নামের দুই নম্বুরী সংস্থাটা আমার প্রিয় মন্ত্রী আবুলের নামে চক্রান্ত করছে মার্কিন আর ইউনুস নামের হারামীটার সাথে মিলে।

কত্ত বড় কথা! সব চক্রান্ত!-ভাবলেন হাসিনা” আবুল যা করেছে আমার কথাতেই করেছে, ব্র্রীজটা কত টাকার ব্যাপার, সামান্য এদিক ওদিক কি সে হিসেবে কিছু? নাহ! বিশ্বব্যাংকের (আর ইউনুসের কথা) কোনভাবেই মানা যাবে না। ব্রীজের টাকা দরকার হলে আমি জোগাড় করবো লাগলে ৫০ বছর লাগুক! ২০১২! আহ! খালি চক্রান্ত চারিদিকে! সংবাদপত্র, টিভি সবগুলোতে আমার সরকারের বিরুদ্ধে খালি চক্রান্ত। কোথায় আমার দলের লোকদের ত্যাগের কথা বলবে আমার দলের লোকদের কষ্টের কথা বলবে তা না খালি আমার লোকদের কুটনাম গেয়ে চলে। এইবার যুদ্ধঅপরাধীদের বিচার করবো আর ঝুলিয়ে ছাড়বো। নেক্সট ইলেকশনে আমাকে ঠেকাবে এমন কেই কি আছে, ভাবলেন শেখ হাসিনা।

২০১২, ১০ ডিসেম্বর, সংবাদপত্র্রে প্রধান শিরোনাম! “ছাত্রলীগের হাতে বিশ্বজিত নামের নিরীহ পথচারী নিহত। কনফার্ম বিএনপি আর জামাত শিবিরের চক্রান্ত ভাবলেন শেখ হাসিনা। আমার দলের ছেলেরা এটা করতেই পারে না। আর করলেও বিশ্বজিত ছেলেটা বিএনপি জামাত শিবিরের কমী ছিলো। এটা কোন ভাবেই মেনে নেয়া যায়না, এই চক্রান্ত রুখতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।