এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়। ফাটল ফাটল ফাটল...
সাভার ট্রাজেডির কল্যাণে আর যাই হোক না কেন আপামর জনতা যে ফাটল জ্বরে ভুগছে সে ব্যাপারে আমি শিওর এবং নিশ্চিত!
বাকৃবির সর্বকনিষ্ঠ হলটিতে ফাটল ধরেছে! প্রশাসনের মাথা ব্যাথা না থাকলেও হলের শিক্ষার্থীদের কিন্তু ঠিকি মাথা ব্যাথা করছে! তারা না পারছে খেতে না পারছে ঘুমুতে! অসুখের নাম ‘ফা ট ল...’
ভেটেরিনারি ফ্যাকাল্টিতেও নাকি একি অবস্থা! পিলারে পিলারে ফাটল! যদিও বাকৃবির প্রধান প্রকৌশলী বলেছেন কোন সমস্যা নেই! কিন্তু কে শুনবে কার কথা! সাভারের ইউএনও তো ঐ একই কথা বলেছিলেন- ‘সমস্যা নেই!’
কিছুদিন আগের কথা। হলের বাথরুমে গোসল করছি। হঠাত কংক্রিটের একটা টুকরো আমার কাঁধে পড়ল। প্রথমিক অবস্থায় ঢিল মনে হলেও পরে আবিষ্কার করলাম মাথার উপর সদ্য কংক্রিট হারানো মাইল্ড স্টিলের বর্গাকার স্ট্রাকচার! ব্যপারটাকে তেমন গুরত্ব দেই নি।
কিন্তু ঐ তুচ্ছ ব্যপারটাই আজ অনেক গুরুত্ব পেল! বাথরুমে গিয়ে আবার দেখলাম মাইল্ড স্টিলের বর্গাকার স্ট্রাকচারটিকে! মনে একটি চিন্তাই উঁকি মারছে- ‘ভাংবে নাকি?(!)’
ফাটল ফাটল ফাটল...
আমার কপালে ফাটল, আমার দেশের কপালে ফাটল! সাধারণ প্যারাসিটামল এ জ্বর সারাতে পারবে না। প্রয়োজন উচ্চ চিকিৎসার। কিন্তু চিকিৎসাটা করবে কে? আপামর জনতার সাথে চিকিৎসকরাও যে ফাটল জ্বরে ভুগছেন।
আমি ফাটল জ্বরে ভুগতে চাইনা। আমি এর প্রতিকার চাই।
চাই কার্যকর প্রতিষেধক!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।