আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য-সন্তানদের সূর্য... হারিয়ে গেছে

জীবনটা বড়ই প্যাঁচ খাওয়াইন্না! সিরাতুল মুস্তাকিম বানাইতে চাই.। তোমাদের রক্তের ধারায় ভেসে যাওয়া সূর্যটা যে আজো উঠে নি... তোমরা থাকলে হয়ত আজ আমাদেরকে কোন বিশ্বজিৎ দেখতে হতো না... দেখতে হতো না কোন ফেলানি... হয়ত হতো না বিভীষিকাময় "হরতাল-অবরোধ" নামক কোন শব্দের সাথে আর কোন নতুন প্রজন্মের পরিচয়... আমরা শুধু তোমাদের যে হারিয়েছি তা নয়... তোমাদের অভাবটা যে আমরা আর কোনদিনই পূরণ করতে পারিনি... আজো আমরা হারিয়ে যাওয়া সেই সূর্যটার খোঁজ করছি... "আমাদের ক্ষমা করে দিও", এই কথাটা এখন বলতে লজ্জা বোধ করছি...। তোমাদের রক্তে নিভে যাওয়া আলোটা যেন আমরা আবার জ্বালাতে পারি... তোমাদের হত্যাকারীদের বিচারটা যেন, এই চোখজোড়া দেখতে পাই... " শহীদ বুদ্ধিজীবী দিবস অমর হোক..."

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।