না আমি এখানে কোনো জন নিরাপত্তার উপদেশমূলক কিছু লেখবনা । আজ আমার একটা চিন্তা শুধু তুলে ধরছি।
বিকালে আমি নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। একটা চাদর আনবার জন্য। তখন চিন্তা করছিলাম , আজ হরতাল।
যুবলীগ আর ছাত্রলীগ হয়ত হরতালের নাশকতা এড়াতে রাস্তায় থাকতে পারে। হয়ত আমি বিশ্বজিৎ এ রূপান্তরিত হতে পারি। ভয় ছিল। চাদরটা আনা জরুরী ছিল বিধায় ঘর থেকে বের হলাম।
এরকম চিন্তা ভাবনা করেই অনেকে ঘর থেকে বের হয়েছে।
আমরা কতটা আহাম্মক যে শুধু ভয় করতে জানি, সাহস দেখাতে জানি না। আর তাই ঘর থেকে বের হয়ে সাহসটা দেখালাম।
আজ আমাদের নিরাপত্তা হুমকির মুখে। কিন্তু টিভি রেডিওতে শুনি সরকার নাকি জন নিরাপত্তা নিশ্চিত করেছে।
এ সংবাদ শুনিয়ে হয়তো জনগণকে আশ্বস্ত করে।
কিন্তু যখন শুনি বিশ্বজিৎ ঘটনা বিচ্ছিন্ন ঘটনা তখন কেমন ইচ্ছে হয় ???
নিরাপত্তা???
সাগর-রুনি হত্যা কাণ্ডে শেখ হাসিনার বক্তব্য আমরা বেড রুম পাহারা দিতে পারবে না। নিরাপত্তা???
সীমান্তে BSF কর্তৃক বাংলাদেশীর মৃত্যু হলে, সরকার নাকি এসব ছোট খাট বিষয় গুলো নিয়ে মাথা ঘাঁটানো সম্ভব না। নিরাপত্তা???
দুর্বল ফাই ওভার দিয়ে জনগণের জন্য মৃত্যুর খুপ তৈরি করে আর গার্মেন্টস এ শ্রমিকদের তালাবদ্ধ রাখার সুযোগ পুঁজিপতিদের করে দেওয়া। নিরাপত্তা???
এরপর যদি জনগণের নিরাপত্তা নিশ্চিতের বুলি গুলো শুনি, অগ্রপেষণ দাঁত গুলোর ক্ষয় হয় শুধু।
ভাই সত্যি আজকের শাসক গুলো দেখলে হতাশা ছাড়া আর কিছু চোখে ধরা পড়ে না।
এখনতো মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, সমস্যাটা কোথায় ???
সমস্যা আমার চোখে শুধু একটাই ধরা পড়ে। আর তা হচ্ছে সঠিক জবাবদিহিতার অভাব।
আজ আমাদের মাঝে যে ব্যবস্থা বিদ্যমান তা যদিও বলে থাকে একমাত্র জবাবদিহিতার আশ্রয়স্থল কিন্তু তা হচ্ছে ছাতা।
শাসক জবাবদিহি করবে এক পার্লামেন্ট এ যেখানে শুধু নিজের লোকজনের জমায়েত হয় সেখানে জবাবদিহিতা বলেতো কিছু থাকারই কথা না।
আর মূল বিষয় হচ্ছে আমরা কার কাছে জবাবদিহি হলে ছাড় পাব না।
আমরা সবাই জানি।
আমরা রমজানে পিপাসায় কাতর হয়ে গেলেও এক গ্লাস পানি খাই না কার ভয়ে কার কাছে জবাবদিহিতার ভয়ে।
এই চিন্তাটাই যদি আমাদের শাসকদের মাথায় চলে আসতো !!!! কীভাবে আসবে ??? তারাতো ঐ অসীম ক্ষমতার মালিককে মসজিদের চোকাঠের ভিতর ভাবে।
যদি আমাদের শাসকগুলো মাঝে ঐ আল্লাহ ভীতি থাকতো তাহলে হয়তো হানিফ, আশরাফ মত কান্ডজ্ঞানহীন বক্তব্য শুনতে হত না আর বিশ্বজিৎ নামক কোন হেড লাইন থাকতো না।
যখন শাসকদের মধ্যে আল্লাহ ভীতি ছিল তখন তাদের জন নিরাপত্তা নিশ্চিত ছিল এমন কি প্রাণীদেরও।
আমরা জানি খালিফা ওমর (রা.) বলে ছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় এর জন্য দায়ি আমি ওমর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।